English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৪৫

নারীর মাঝে আসলে পুরুষেরা কি চায়?

অনলাইন ডেস্ক
নারীর মাঝে আসলে পুরুষেরা কি চায়?

বিপরীত লিঙ্গের প্রতি মানুষের টান সৃষ্টির শুরু থেকেই। কিন্তু আসলে একেঅপরের মাঝে আসলে তারা কি খুঁজে বেড়ায়, তা খুঁজে বের করা খুবই কঠিন কাজ। এবার একটি পরিসংখ্যান চালিয়ে এই প্রশ্নের কিছুটা সমাধান বের করার চেষ্টা করেছেন গবেষকগণ।

একটি জরিপের ফলাফল থেকে জানা যায়, বেশীরভাগ পুরুষ নারীর মাঝে সৌন্দর্য খুঁজে নেয়ার আগে দেখে যে, তার মাঝে দয়ার পরিমান কতটুকু।

বাইনিহাল একটি স্নায়ুবিজ্ঞান ভিত্তিক সুপারিশ ইঞ্জিন, যা জীবন সঙ্গী খোঁজার জন্য কাজ করে থাকেন, তারা দিল্লি, মুম্বাই, বেঙ্গলুর এর মাঝে প্রায় ১০,০০০ ব্যবহারকারীদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে। যার মাঝে ৬০ শতাংশ ছিলেন পুরুষ এবং ৪০ শতাংশ ছিলেন নারী।

সেই জরিপের ফলাফলে দেখা যায়, ২৭ শতাংশ পুরুষ নারীদের মাঝে উদারতা বেশি দেখতে চায়। মাত্র ৬ শতাংশ পুরুষ নারীদের উচ্চ শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন এবং ৮ শতাংশ মানুষ সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছেন।

কিছু কিছু এলাকার মানুষ স্বাধীনতা কামী নারীদের বেশি পছন্দ করেছেন। মজার ব্যাপার হল, ভারতের মুম্বাই ও দিল্লির তুলনায় বেঙ্গালুরুতে স্বাধীনতাকামী নারীদের চাহিদা বেশি।

কিছু কিছু পুরুষ একজন রোল মডেল টাইপের নারী খোঁজ করছেন, যেন তাদের শিশু মায়ের পদে পদে চলতে পারে। মায়েরা মূলত সন্তানের পদচারনা ঠিক রাখবেন, এটাই তাদের মুখ্য আশা।

আবার ৪০ শতাংশ নারীদের মাঝে বেশিরভাগের চাওয়া তার জীবন সাথী যেন বন্ধু হিসেবে থাকে। তারা সাথীকে রোল মডেল হিসেবে বিবেচনা করতে চান।-সূত্রঃ টাইম্‌স অফ ইন্ডিয়া।