English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৭ ১২:১০

কন্যা রাশির সাথে প্রেম কেমন হয়?

অনলাইন ডেস্ক
কন্যা রাশির সাথে প্রেম কেমন হয়?

জন্মকালের ভিত্তিতে আগস্টের ২৩ তারিখ থেকে সেপ্টেম্বরের ২৩ তারিখ পর্যন্ত জন্ম নেয়া সকলে মূলত কন্যা রাশির জাতক-জাতিকা হয়ে থাকে। এরা অনেক বেশি পরিশ্রমী হবার পাশাপাশি, বিশ্বস্ত এবং ভালবাসা প্রবণ হয়। কন্যা রাশির কারও সাথে প্রেম করার আগে তাদের বিষয়ে কছু তথ্য আগে থেকেই জেনে নিন-

১. কন্যা রাশির মানুষ নিজেদের অনুভূতি ব্যক্ত করতে খুব ভালবাসে। তাই যখন তারা আপনার সামনে নিজেদের মন খুলে কথাবার্তা বলে, তখন শান্তিমত কথা শুনুন।

২. তাদের সাথে কথা বলার সময় সৎ থাকুন। তারা সত্যকে বিশ্বাস করে এবং যারা কথা পেঁচিয়ে বলে তাদের খুব বেশি অপছন্দ করেন।

৩. তারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন এবং সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করেন। তারা কারও চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারেন না।

৪. কন্যা রাশির মানুষ খুব সহজে হতাশ হয়ে যায়, তাই আপনার তাকে বারবার কনফিডেন্ট দিতে হবে এবং তার সকল কাজে উৎসাহ প্রদান করতে হবে।

৫. তারা সবকিছু পারফেক্ট চায়, কারণ তারা এজন্য অনেক কষ্ট করেন।

৬. তারা নিজেদের কাজ অনেক বেশি পছন্দ করেন। তাই অন্যদের করে দেয়া কাজ তাদের তেমন একটা পছন্দ হয় না।

৭. তারা যেহেতু বিশ্বস্ত, তাই তারা আপনার কাছেও সেরকম টাই চাইবে। তবে তারা খুব ভাল বন্ধু হয়।

৮. তারা অনেক বেশি চিন্তা করে, ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করে।

এদের সাথে সম্পর্কে জড়ানোর আগে, তাই আগে থেকে এদের কিছুটা জেনে রাখা ভাল। তাহলে সম্পর্ক সুন্দর করতে কাজে আসবে।