চুল পড়ছে খুব? জেনে নিন মূল কারনগুলো!

চুল পড়া একটি ভয়ঙ্কর সমস্যা। নারীপুরুষ উভয়েরই এই সমস্যা হয়ে থাকে। বিভিন্ন কারণে চুল পড়তে পারে। বংশগত, পরিবেশগত, দুশ্চিন্তা ও পুষ্টিহীনতাসহ নানা কারণে চুল পড়তে পারে। চুল আঁচড়াতে গিয়ে আজকাল সকলেরই এক চিন্তা- চুল পড়ে মাথা খালি হয়ে যাচ্ছে।
কত শত হেয়ার প্যাক আর পার্লারে ছোটাছুটি, কত চেষ্টা চুল পড়া রোধ করার জন্য। কিন্তু চুল পড়া প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না? চুল পড়ার কারণগুলো যদি জানতে পারেন, তবে এই সমস্যা সমাধান করা কিছুটা হলেও সহজ হবে।
আসুন জেনে নেই চুল পড়ার মূল কারণগুলো।
১। হরমোনঃ কিছু হরমোন আছে যা চুল পড়াকে ত্বরান্বিত করে। যেমন- অ্যানড্রোজনিক, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রেনডিয়ন, ডিএইচটি হরমোনগুলো সাধারণত পুরুষের বেশি এবং মহিলাদের কম পরিমাণে থাকে। হেয়ার ফলিকলের ওপর সাধারণত এই হরমোনগুলো কাজ করে থাকে এবং চুল পড়া ত্বরান্বিত করে। এই কারণে পুরুষের চুল বেশি পড়ে।
২। স্ট্রেসঃ স্ট্রেস বা দুশ্চিন্তা স্বাস্থ্যের ক্ষতি করার সাথে সাথে আপনার চুলেরও ক্ষতি করছে। এটি সরাসরি চুল পড়ার সাথে জড়িত। আপনি যখন চিন্তাগ্রস্থ থাকেন তখন আপনার চুল পড়া বৃদ্ধি পেয়ে থাকে। আবার চিন্তামুক্ত হয়ে গেলে চুল পড়া অনেকাংশ কমে যায়।
৩। চর্মরোগঃ একজিমা, সোরায়সিস, ডার্মাটাইটিস ইত্যাদি চর্মরোগের কারণে অথবা মাথায় খুশকির কারণে ও চুল পড়ে যেতে পারে। এছাড়া পুষ্টির অভাব বা রক্তস্বল্পতার কারণে চুল পড়ে যেতে পারে। মাথায় বিভিন্ন ধরনের ক্যামিক্যাল যেমন কলপ অথবা নিম্নমানের শ্যাম্পু ব্যবহারের ফলে। কিছু কিছু ড্রাগ যেমন জন্মনিয়ন্ত্রণ পিল, এন্টি ডিপ্রেসেন্ট, বিটা ব্লকার, কিছু এনএসআইডি, ইসিউনো সাপ্রেসিভ এজেন্ট, ভিটামিন এ জাতীয় ওষুধ বেশি খেলে।
৪। রক্তস্বল্পতাঃ অনেক মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তপাতের কারণে ফলিক অ্যাসিড এবং রক্তস্বল্পতা দেখা দিয়ে থাকে। রক্তে হিমোগ্লোবিন পরিমাণ কম উৎপাদন হয়ে থাকে যার কারণে চুল থেকে শুরু করে শরীরের অন্যান্য অঙ্গে অক্সিজেন ঠিকমত পৌছায় না। যার কারণে মাসিকের সময় অনেকের বেশি পরিমাণে চুল পড়ে থাকে।
৫। হেয়ার স্টাইলঃ চুলের বিশেষ কোনো স্টাইলের জন্য যদি দীর্ঘদিন খুব টেনে চুল বাঁধা হয় বা টাইট করে খোঁপা বা ব্যান্ড করা হয়, তবে এ ধরনের চুল পড়া শুরু হয়। দীর্ঘদিন এক রকম চুল বাঁধার কারণে চুল পড়া পুনরায় আগের অবস্থায় ফিরে যায় না। ফলে টেনে বাঁধার কারণে এ চুল পড়া স্থায়ীভাবে চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায়। খুব বেশি পরিমাণে চুল রঙিন করার প্রসাধন, চুল সোজা করা বা ক্রমাগত রিবন্ডিং করলে চুল পড়ার হার বেড়ে যায়। সূত্রঃ হেলথ।