English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৭ ১৪:৩১

নেল পালিশ ব্যবহারে শরীরের কথা ভাবছেন কি?

অনলাইন ডেস্ক
নেল পালিশ ব্যবহারে শরীরের কথা ভাবছেন কি?

মেয়েদের সাজসজ্জায় নেল পালিশ না হলে যেন অপূর্ণতা থেকে যায়। হাতের আঙুলের নখকে সুন্দর করে সাজাতে চায় বেশিরভাগ নারীরাই। তাই তো দিন-দিন নেল পালিশের ব্যবহার বাড়ছে। কিন্তু সস্তা ধরনের নেল পালিশ এবং নানা ধরনের নেল পালিশ তৈরিতে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, তা শরীরের জন্য মারত্মক ক্ষতিকর। সুতরাং নেল পালিশ ব্যবহারে সতর্ক হওয়ার বিকল্প নেই। আসুন জেনে নিই, নেল পালিশে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ক্ষতিকর দিকগুলো।

ইথাইল বা বিউটাইল অ্যাসিটেট- অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট করার ক্ষমতা রাখে এই রাসায়নিক।

ইথাইল টসিলামাইড- অ্যান্টিবায়োটিকের ক্ষমতাকে প্রতিরোধ করে এই রাসায়নিক।

টলুইন- প্রজননতন্ত্র, শ্বাসতন্ত্রে সমস্যা, মাথা যন্ত্রণা, ঝিমুনি, ফাটা ত্বকের মতো সমস্যা দেখা দিতে পারে এই রাসায়নিকের অত্যধিক ব্যবহারে।

ডাই-বিউটাইল ফেটালেট- টক্সিক পদার্থ থাকে এই রাসায়নিকেও। বেশ কিছু দেশে এই রাসায়িক নিষিদ্ধ।

ফর্ম্যালডিহাইড- এটি কার্সিনোজেনিক। অ্যালার্জি, স্কিন র্যাশ, চুলকানি হতে পারে এই রাসায়নিক থেকে।

জাইলেন- প্রজননতন্ত্র, শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ হতে পারে এই রাসায়নিকে। পাশাপাশি দেখা দিতে পারে মাথা ব্যথা, ঝিমুনির মতো লক্ষণও।

নাইট্রোসেলুলোজ- গাড়ির রঙে ব্যবহার করা হয় এই রাসায়নিক। মানুষের শরীরের পক্ষে এটি অত্যন্ত ক্ষতিকারক।

প্যারাবেনস- প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হয় এই রাসায়নিক পদার্থ। এটি কারসিনোজেনিক।

টিপিএইচপি- প্রজননতন্ত্রে সমস্যার সৃষ্টি করতে পারে এই রাসায়নিকও।

ক্যামফোর- বিষাক্ত এই রাসায়নিকের ফলে খিঁচুনি হতে পারে। হতে পারে স্নায়ুতন্ত্রের সমস্যাও।