শনিবার দিনটি কেমন যাবে আপনার?

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কন্যা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শনি। ২৬ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা : ৮,১৭,২৬। আপনার শুভ বর্ণ : সবুজ ও নীল। শুভ গ্রহ ও বার: শনি ও বুধ। শুভ রত্ন: পান্না ও নীলা। চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি রাত : ১০:৪৪ পর্যন্ত পরে ৬ষ্ঠী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০এপ্রিল) : ব্যবসায়ীক অবস্থার উন্নতি হতে পারে। নতুন কোনো ব্যবসায়ীক চুক্তি করতে পারেন। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ শুভ। পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। যানবাহনের ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল । ব্যবসায় অংশিদারের সাহায্য পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০মে) : বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্রিত। কর্মস্থলে সফলতা আসবে। সহকর্মীদের সাহায্য পাবেন। কৃষি ব্যবসার সাথে জড়িতদের আয় বৃদ্ধি পাবে। কাজের লোকেদের কারনে বড় ধরনের ঝামেলা থেকে রক্ষা পেয়ে যাবেন। শরীর স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক হতে হবে। ভাইরাস জ্বর থেকে সাবধান থাকুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আশানুরুপ সাফল্য আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও তাতে হতাশ হবার মতো কিছু নেই। রোমান্টিক যোগাযোগে সাফল্য পাবেন। শিল্পী ও সাহিত্যিকদের আয় উন্নতি বৃদ্ধির যোগ প্রবল। ফেসবুকে কারো সাথে বন্ধুত্ব গড়ে উঠবে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) : আজ কর্কট রাশির জাতক জাতিকার কর্মস্থলে কোনো স্বপ্ন পূূরণ হতে পারে। লেখক ও সাহিত্যিকদের সময় অনুকূল থাকবে। ভূমি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ে লাভবান হবেন। যানবাহন ক্রয় করার সম্ভাবনা রয়েছে। গৃহ পরিবেশ অনুকূলে থাকবে। কাজ কর্মে উন্নতির যোগ প্রবল । শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে সাফল্য আসবে।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট) : প্রতিবেশীর কোনো ঝামেলায় আপনাকে এগিয়ে যেতে হতে পারে। ছোট ভাই বোনের পড়াশোনায় সাফল্য আসবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বিকাশ এজেন্ট , মানি এক্সেঞ্জ ও মুদ্রন ও কম্পোজ ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। আজ বস্ত্র ব্যবসায়ীদের ব্যস্ততা বাড়ার যোগ।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার একটু মানসিক অস্থিরতায় থাকবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। বিদেশ থেকে ভালো কোনো ব্যবসায়ীক অর্ডার পেতে পারেন। বাড়ীতে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১অক্টোবর) : আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব বৃদ্ধি পাবে। অসুস্থ্যদের আরোগ্য লাভের যোগ রয়েছে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য পাবেন। কর্ম সংক্রান্ত কারনে বিদেশ যাত্রার যোগ প্রবল। জাতিকাদের আবেগ প্রবণতা পরিহার করা উচিৎ। হৃদয় ঘটিত বিষয়ে সতর্ক থাকলে ভালো।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ) : কোনো ঘটনার সম্মূখীন হতে পারেন। ব্যয় বৃদ্ধি অব্যহত থাকবে। বিদেশ যাত্রায় সফলতা আসতে পারে। বৈদেশীক বাণিজ্যে কিছু অগ্রগতি হবার সম্ভাবনা। আজ অফিশের কাজে দূরে কোথাও যেতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধি পাবে। জাতিকাদের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাওয়ার আশঙ্কা রয়েছে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) : বন্ধুর সাহায্যে বকেয়া অর্থ আদায়ের প্রচেষ্টা সফল হবে। ব্যবসায়ীরা বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন। ঠিকাদারী কাজে নতুন অর্ডার পেতে পারেন। বেসরকারী চাকরীতে কোনো পরিবর্তন হতে পারে। আর্থিক বিষয়ে কোনো বড় ভাই এর সাথে সমঝোতা হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী) : কর্ম সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা প্রবল। বেকারদের পার্টটাইম কাজের সুযোগ আসতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেবার যোগ রয়েছে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সংবাদ পেতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ আসবে। রাজনীতিতে সাফল্য পাবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী) : বিদেশ ভ্রমন সংক্রান্ত বিষয়ে সাফল্য আসার সম্ভাবনা। জীবীকার জন্য যারা বিদেশ যেতে আগ্রহী তাদের ভিসা লাভের যোগ বলবান। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত হতে পারেন। ভাগ্য আপনার সহায় হবে। শিক্ষকদের সাহায্য পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ) : আজ মীন রাশির জাতক জাতিকারা আইন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। আয়কর বা ভ্যাট সংক্রান্ত কাজে সাফল্য আসবে। বিদেশ সংক্রান্ত বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। পাওনাদারের তাগাদা পেতে পারেন। কোনো বন্ধুকে দেখতে হাসপাতালে যেতে পারেন। চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নরতদের দিনটি ভালো যাবে। ঔষধ বিক্রয় কর্মীরা ভালো অর্ডার পাবেন।