English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৭ ১৫:৪৬

পটারভক্তদের জন্য হ্যারি পটার ব্লেজার!

পটারভক্তদের জন্য হ্যারি পটার ব্লেজার!

 

হোগওয়ার্ট স্কুলের উইজাড্রির চারটি হাউজ গ্রিফিন্ডর, হাফলপাফ, রেভেনক্ল ও স্লিথারিনের কথা মাথায় রেখে ছেলেমেয়ে উভয়ের জন্য তারা তৈরি করেছে জাদুময় ব্লেজার স্কুল বা কলেজপড়ুয়াদের মধ্যে যারা হ্যারি পটার সিরিজ পড়েননি, তাদের মধ্যেও এমন একজন খুঁজে পাওয়া মুশকিল, যিনি কিনা হ্যারি পটার মুভি সিরিজ দেখেননি।

 

পটারভক্তরা বরাবরই জাদুতে আচ্ছন্ন। হ্যারি পটারের মতো চুল ছাঁটা, গোল চশমা পরার পালাও যারা কৈশোরেই চুকিয়ে ফেলেছেন, তাদের পটারপ্রেমকে আরেকটু বাড়িয়ে দিতে আমেরিকান রোব স্টক ‘থিংক গিক’ এনেছে চার-চারটি হোগওয়ার্ট অনুপ্রাণিত ব্লেজার।

 

হোগওয়ার্ট স্কুল অব উইচক্রাফট অ্যান্ড উইজাড্রির চারটি হাউজ গ্রিফিন্ডর, হাফলপাফ, রেভেনক্ল ও স্লিথারিনের কথা মাথায় রেখে ছেলেমেয়ে উভয়ের জন্য তারা তৈরি করেছে জাদুময় ব্লেজার। চারটি হাউজের প্রতীকচিহ্নগুলো বসানো হয়েছে ব্লেজারে এবং নিজ নিজ হাউজের রঙগুলোর প্রতিফলন ঘটানো হয়েছে ব্লেজারের বোতামে ও পাইপিংয়ে।

যেহেতু এটি কোনো যেনতেন ব্লেজার নয়, তাই ব্লেজারের নিচে সিল্কের কাপড় দিয়ে লাইনিং করা হয়েছে। তাছাড়া হ্যারি পটার সিরিজের বইগুলো থেকে নেয়া খুঁটিনাটি প্রতীকগুলোও গ্লিটার দিয়ে এঁকে দেয়া রয়েছে ব্লেজারের উপরে। সবার কথা মাথায় রেখে জ্যাকেটগুলো তৈরি করা হয়েছে এক্সএস-৩এক্স সাইজে, যা সময় ফুরিয়ে যাওয়ার আগেই ৮০ ডলারে কিনে নিতে হবে পটারভক্তদের।