English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৫৭

দ্বিতীয়বার নতুন সম্পর্কে জড়ানোর আগে জেনে নিন

অনলাইন ডেস্ক
দ্বিতীয়বার নতুন সম্পর্কে জড়ানোর আগে জেনে নিন

অবিবাহিত অবস্থায় প্রেমের সম্পর্কে জড়ানো একটি বিষয় আবার দ্বিতীয়বার নতুন সম্পর্কে জড়ানোর বিষয়টি নতুন বিষয়। তবে আপনি যখন একজন তালাকপ্রাপ্ত কিংবা বিধবা মা, তখন বিষয়টা বেশ জটিল। এ-অবস্থায় নতুন করে সংসার বাঁধার পরিকল্পনা অবশ্যই দোষের নয়, তবে এসময় সঙ্গী পছন্দের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হওয়া ও যে কোনো পরিস্থিতি সামাল দেয়ার প্রস্তুতি থাকতে হবে।

তাই নতুন সম্পর্কে জড়ানো বা প্রেমে পড়া এই সবের আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

এক্ষেত্রে সম্ভাব্য জীবনসঙ্গীর কিছু বিষয় আপনাকে যাচাই করে নিতে হবে। যেমন:

- দীর্ঘমেয়াদী সম্পর্কে তার বিশ্বাস কতটুকু?

- শেষ কবে প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে সে জড়িয়েছে এবং সম্পর্কটা কতদিন টিকেছিল?

- মতবিরোধকে সে কিভাবে সমাধান করে? রাগ সামলাতে তার দক্ষতা কেমন?

- সম্পর্ক বিষয়ক সমস্যাগুলো সে কিভাবে সমাধান করে?

- জটিল কোনো রোগ আছে কিনা?

- নিজের সাংসারিক ও অর্থনৈতিক কর্তব্যগুলো সম্পর্কে তার অভিমত কী?

- সন্তান-সন্ততি সম্পর্কে তার চিন্তাধারা কেমন? সন্তানের প্রতি সে কতটা ধৈর্যশীল?

- সে কি নিজের সন্তান নিতে চায়? আপনার সন্তানকে সহজভাবে মেনে নিতে এবং তাদের বেড়ে উঠতে সাহায্য করবে কি না?