English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১৫

এখন থেকে ঘর পরিষ্কার করবে নগ্ন পরিচারিকা!

নিজস্ব প্রতিবেদক
এখন থেকে ঘর পরিষ্কার করবে নগ্ন পরিচারিকা!

ওয়েব ডেস্ক : এখন থেকে ঘর পরিষ্কার করে দিবে সম্পূর্ণ নগ্ন  পরিচারিকা। পায়ে চপ্পল, হাতে গ্লাভস, শরীরে একটি সুতোও নেই। এমনই বিশেষ পরিসেবা দিতে শুরু করেছে লন্ডনের একটি সংস্থা।

এই খবর অবশ্য পাওয়া গেছে কিছুটা অন্যভাবেই। সম্প্রতি একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে, সেখানে কর্মপ্রার্থীদের জন্য বলা হয় ‘‌পরিচারিকা হিসেবে কাজ করার জন্য সব বয়সের মহিলা প্রয়োজন। কাজের বেতন, ঘণ্টা পিছু ৩৮০০ ডলার। তবে শর্ত একটাই, ওই পরিচারিকাদের বাড়ি পরিষ্কারের সময় একেবারে নগ্ন হয়ে থাকতে হবে।’ গ্রাহকদেরও বলা হয়েছে, তিন রকম পরিসেবা দেবে এই সংস্থা। একটিতে ইচ্ছা হলে গ্রাহক নগ্ন থাকতে পারবেন, অন্যটিতে পরিচারিকা নগ্ন থাকতে পারবেন, আর একটিতে নগ্ন থাকতে পারবেন দু’‌জনেই।‌

কিন্তু এই পরিসেবার সঙ্গে যৌনতার বিন্দুমাত্র সম্পর্ক নেই বলেই দাবি করেছে সংস্থা। জানিয়েছে, যে কোনও গ্রাহককে পরিসেবা দেওয়ার আগে একটি চুক্তিপত্রে সই করিয়ে নেওয়া হচ্ছে। যেখানে, শর্ত হিসেবে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে নগ্ন পরিচারিকাকে কোনওভাবেই স্পর্শ করা যাবে না। পরিচারিকার সম্মানহানি হয়, এমন কিছুই ঘটানো যাবে না। এই পরিসেবা গত দু’‌বছর ধরে দিচ্ছে সংস্থাটি। ইংল্যান্ড ছেড়ে এখন সংস্থার প্রসার দেশের বাইরেও পৌঁছে গেছে।