English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০২:৪৬

শীতকাল যে কারণে বিয়ের জন্য বেস্ট

নিজস্ব প্রতিবেদক
শীতকাল যে কারণে বিয়ের জন্য বেস্ট

জীবন যাত্রা: শীত এলেই বিয়ের শানাই জোরে সোরে বেজে উঠে। পুরো পৌষ-মাঘ যেন বিয়ের জন্য উৎসর্গকৃত। তবে সারা বছর যতগুলো বিয়ে হয় তার সবগুলো একসঙ্গে করলেও এদুমাসের কাছে ধারেও পৌছাতে পারবে কিনা বলা মুশকিল। তাহলে শীতকালে বিয়ে করা এমন হিড়িক কেন পড়ে চলুন জেনেনি সে কারণগুলো 

১. এনার্জি - বিয়ে জন্য প্রায় সপ্তাহ খানেক বিনিদ্র রাত্রিযাপন করতে হয়। এজন্য শরীরিরের বিপুল পরিমাণ এনার্জি খরচ হয়। তবে শীতকালে রাতে অনেক কাজ করলেও এনার্জিতে তেমন একটা ঘাটতি দেখা যায় না।  

২. সাজগোজের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ- এ দেশের যা আবহাওয়া, শীত বাদে বাকি সময়টায় মেকআপ লাগিয়ে সাজলে মুশকিল। বর্তমানে বিউটি পার্লারে যেভাবে দুই নম্বর মেকাপ ব্যবহার করছে গরম হলেই সব শতবছরের বিল্ডিংয়ের দেয়াল আর ছাদের মত খসে পড়তে শুরু করবে। তাই কনের সাজ হোক বা বরের, শীতে যেমন খুশি সাজো, কুছ পরোয়া নেহি। বর-কনে ছাড়া বাকিরাও বিয়েবাড়ির সাজের আনন্দ নিতে পারে চুটিয়ে।

৩. কত ফুল, কত ডেকরেশন- শীতকালে প্রকৃতি নিজ হতে ফুলের সমারহ ঘটিয়েছে। রজনীগন্ধা, অর্কিড, গাঁদা, গোলাপ, জুঁই - সব টাটকা ফুল পাওয়া যায় খুব অল্প দামে।  

৪. যত খুশি খাও- এমনিতেই শীতে হজমশক্তির বৃদ্ধি ঘটে। তাই ফিশফ্রাই, রোগানজোশ, গরুর মাংস, খাষির মাংস, বিরিয়ানি, পোলাও সবই এক সঙ্গে খাওয়া যায় বিনা দ্বিধায়। তা ছাড়া, শীতকালীন কিছু বিশেষ খাবার ওঠে, যেমন গুড়, কমলা লেবু ইত্যাদি... সে সব খাওয়াদাওয়াকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।  

৫. হানিমুনের চার্ম - বিয়ের পর খুব বেড়ানো যায়। রোদের তাপ নেই। ক্লান্তি নেই। বরের হাত ধরে নতুনের স্বাদটা ভালোই উপভোগ করা যায় শীতে। হানিমুনও জমে ক্ষীর!