English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ০২:৫৮

ঘরে বসেই তৈরি করুন পছন্দের নেলপলিশ

অনলাইন ডেস্ক
ঘরে বসেই তৈরি করুন পছন্দের নেলপলিশ
ঘরে তৈরি নেইল পলিশ

ওয়েব ডেস্ক: নখের সৌন্দর্য্যে প্রায় প্রত্যেক নারীই ব্যবহার করেন নেইলপলিশ। কিন্তু বর্তমানে বাজারে পাওয়া নেইলপলিশের সঙ্গে হয় তো আপনার ড্রেসের মিল নেই। তাই ঘরে বসে চটজলদি তৈরি করে ফেলুন আপনার নেইলপলিশ। যে এক্কে বারেই ম্যাচিং হয়ে যাবে আপনার ড্রেসের কালারের সঙ্গে। চলুন তাহলে জেনেনি। 

পূর্ব প্রস্তুতি ন্যাচারাল কালার বা রঙ হীন একটি নেইলপলিশ পছন্দের রঙের আই শ্যাডো

প্রস্তুত প্রণালী * প্রথমে আই শ্যাডোকে গুঁড়ো করে নিন। যদি গুঁড়ো আই শ্যাডো থাকে তবে আর গুঁড়ো করার প্রয়োজন পড়বে না।

* এবার একটি কাগজ দিয়ে কোন বানিয়ে ফেলুন।

* কোনের সাহায্যে আই শ্যাডোর গুঁড়ো আস্তে আস্তে করে নেইল পলিশের বোতলে ঢালুন।

* আপনি যদি আপনার নেইল পলিশে গ্লিটার দিতে চান, তবে এর সাথে গ্লিটার আই শ্যাডো ঢালুন।

* এবার নেইল পলিশের বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নিন। এতে আই শ্যাডো ভাল করে মিশে যাবে। ৩ থেকে ৫ মিনিট ঝাঁকিয়ে নিলে ভাল ফল পাওয়া যাবে।

* আপনি যদি গাঢ় রং চান তবে বেশি পরিমাণে আই শ্যাডো দিবেন। আর যদি হালকা রং পছন্দ করেন তবে অল্প আই শ্যাডো দিবেন।

* ব্যস তৈরি হয়ে পছন্দ রঙের নেইলপলিশ।

* আপনি চাইলে কোনের পরিবর্তে কটন বাড দিয়ে আই শ্যাডো নেইলপলিশের কোটায় ঢালতে পারেন। তবে এতে আই শ্যাডো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনা থাকে।

* আই শ্যাডো বেশ চকচকে হয়ে থাকলে ম্যাট এফেক্ট তৈরির জন্য সাথে মিশিয়ে নিতে পারেন একটু কর্ন ফ্লাওয়ার।

এখন আর নেইল আর্টের জন্য নেইলপলিশ কেনার অপেক্ষা করতে হবে না। পছন্দের নেইল পলিশ সহজে যেকোন সময় ঘরে তৈরি করে নিতে পারবেন। তবে আর দেরি কেন, শুরু করে ফেলুন আজই!