English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১০:০০

নারীর বুকের আঙুর খাওয়ার প্রতিযোগিতা! (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
নারীর বুকের আঙুর খাওয়ার প্রতিযোগিতা! (ভিডিও)

নিউজ ডেস্ক: চীনে প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন করে এটা সবার জানা। তবে সম্পর্ক তৈরির কৌশলেও যে তারা পাকা খেলোয়ার তা দেখা গেল একটি আজব প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে। সহকর্মীদের মধ্যে আন্তরিক সম্পর্ক তৈরির জন্য পৃথিবীতে নানা দেশে নানা রকম ট্রেনিং রয়েছে। অফিসের সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক বাড়াতে নারী সহকর্মীর বুকে ঝোলানো আঙুর দিয়ে এক অদ্ভুত প্রতিযোগিতার মাধ্যমে চীন তা করতে সমর্থত হয়েছে।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পুরুষ সহকর্মী তার নারী সহকর্মীর বুকে ঝোলানো আঙুর মুখ দিয়ে ছিঁড়ে খেতে হবে। যা তাদের বুকের কাছে ঝুলছে! আর পুরুষ-কর্মীরা চেষ্টা করবেন হাত ব্যবহার না করে শুধু মুখ দিয়ে ফল টেনে নেওয়ার! যিনি যত কম সময়ে সবকটা আঙুর খেয়ে ফেলতে পারবেন, তিনিই জিতবেন! সঙ্গে জিতবেন সেই দলে থাকা তার নারী সহকর্মীও!    সহকর্মীদের মধ্যে সু-সম্পর্ক বাড়াতে বিভিন্ন দেশে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন থাকলেও চীনের এই আয়োজন তার সবগুলোকেই ছাড়িয়ে গেছে। 

গত ১৩ সেপ্টেম্বরে একটি ওয়েবসাইটে এ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়! দ্রুত তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। দ্য ঢাকা পোস্টের পাঠকদের জন্য ভিডিওটি দেয়া হলো-