English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ২৩:২০

আপনি সঠিক মানুষকেই বিয়ে করেছেন যেভাবে বুঝবেন

অনলাইন ডেস্ক
আপনি সঠিক মানুষকেই বিয়ে করেছেন যেভাবে বুঝবেন

বিয়ে মাধ্যমে আমরা সংসার জীবনে প্রবেশ করি, তখনই বাস্তবতার মুখোমুখি হই। বিয়ের পর অনেক বিষয়েই মনোমালিন্য হয়, ঝগড়া হয়, মতের মিল থাকে না। তখন আপনার মনে হয় মানুষটি আপনার জন্য সঠিক না। তবে এমন কিছু লক্ষণ আছে যা আপনাকে প্রতিমুহূর্তেই মনে করিয়ে দেবে, আপনি সঠিক মানুষকেই বিয়ে করেছেন। 

জেনে নিন, সেই লক্ষণগুলো কি কি-

১. যে সঙ্গী প্রতিটি কাজেই আপনাকে সমর্থন দেন, তাকে বিয়ে না করলে আপনি ভুল করবেন। 

২. বিয়ের অনেক দিন পরও আপনার ছোট ছোট বিষয়ে সে এখনও যত্নশীল। সবাই বলে, সম্পর্কের বয়স বাড়তে থাকলে নাকি প্রেম কমতে থাকে, যত্ন শেষ হয়ে যায়। আর যার মধ্যে বিয়ের অনেক দিন পরও এই অভ্যাস বহাল থাকে, তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা ভাগ্যের বিষয়।

৩. আপনার সঙ্গী আপনাকে পরিবর্তনের ন্যূনতম চেষ্টা করেন না। আপনি যেমন, ঠিক তেমনই তার পছন্দ। এমন লক্ষণ দেখলেই বুঝবেন, তাকে বিয়ে করে আপনি ভুল করেননি।

৪. যতক্ষণ না আপনাকে তিনি নিজের চোখে দেখেন, ততক্ষণই তার মন খারাপ থাকে। যদি প্রেম থেকে শুরু করে দীর্ঘদিনের সংসার জীবনেও আপনি তাঁর মধ্যে এই অনুভূতি খুঁজে পান, তাহলে বুঝবেন, এ মানুষটিই আপনার জন্য সঠিক।

৫. আপনার কখন মন খারাপ, কখন মন ভালো-এক নিমেষেই তিনি বুঝে যান। আপনি নির্দ্বিধায় তার কাছে মনের সব কথা খুলে বলতে পারেন।

৬. আপনার পরিবারের প্রতি যার শ্রদ্ধাবোধ অনেক বেশি, তিনিই আপনার জন্য সঠিক জীবনসঙ্গী।

৭. যত ঝগড়াই হোক না কেন, দিন শেষে আপনাকে হারানোর ভয় হয় তার। আর এ কারণেই তিনি সব ইগো ভুলে আপনার রাগ ভাঙানোর চেষ্টা করেন। প্রতিবারই যদি এমন হয় বুঝবেন, আপনি তাকে বিয়ে করে ভুল করেননি।