বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে যা খেয়াল রাখা প্রয়োজন!

বিগত বেশ কয়েকবছর ধরেই একটি নতুন ধারা জনপ্রিয় হয়ে উঠেছে। আর তা হল অফিসের কাজ বাড়ি থেকে করা। অফিসের কাজের সময় বা পরিমান সব একই, কিন্তু শুধু কাজের স্থান নিজের বেডরুম বা নিজ বাড়ির ড্রয়িং রুম। কিন্তু এই বাড়ি থেকে কাজ করার বিষয়ের ক্ষেত্রেও কয়েকটি কথা খেয়াল রাখা দরকার। একনজরে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলো সম্পর্কে-
১। নির্দিষ্ট স্থান-
বাড়িতে কাজ করছেন বলে বিছানায়, সোফায় যেখানে খুশি বসেই বাড়ির কাজ করবেন, এমনটা ভাবা কিন্তু উচিত নয়। বাড়ির কোথায় বসে আপনি টানা কয়েক ঘণ্টা কাজ করে যেতে পারবেন, সেটা খেয়াল রাখুন। বিছানায় শুয়ে বা সোফায় আরাম করে বসে দীর্ঘক্ষণ কাজ করা সম্ভব নয়। তাই কাজের মাঝেই আপনাকে জায়গা পাল্টাতেই হবে। এই ঝামেলা এড়াতে প্রথমেই একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করুন, সেখানে বসেই কাজ করবেন আগাগোড়া।
২। জামা কাপড়, পরিচ্ছন্নতা-
বাড়ি থেকে কাজ করছেন বলে সকালে দাঁত না মেজে বা কম্বল ঘাড়ে নিয়েই কম্পিউটারের সামনে বসাটা কাজের কথা নয়। মনে রাখবেন, অফিসের নিয়মে বাড়িতে কাজ করলে শুধু শারীরিক নয় মানসিক প্রস্তুতিও দরকার। এভাবে কাজে বসলে মানসিকতা আহত হয়, কাজে মন বসে না।
৩। হেডফোন রাখুন-
হাতের কাছেই হেডফোন রাখুন। বাড়িতে কাজ করলে স্কাইপ কিম্বা অন্য কোনও পথে ইন্টারনেটে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করা হতে পারে। হেডফোন না থাকলে মুশকিলে পড়বেন। আর ভিডিও কল একবার এসে পড়লে, তারপর হেডফোন খুঁজে কথা বলতে বলতে অনেকটা সময় লেগে যাবে।
৪। ব্রেক-
অফিসে টানা কাজের মাঝে একটি সময় ছুটি পান আপনি। এক্ষেত্রেও সেই ঘণ্টা খানেকের ছুটি নিন। বাড়ি থেকে কাজ করছেন, তাতে কিছুটা সুবিধা হলেও মানসিক চাপ কিন্তু একই রকম থাকে। মাঝে একটা ব্রেক না নিলে বেশিক্ষণ কাজ করতে পারবেন না।
৫। অন্য কাজ হাতে রাখবেন না-
আপনি যদি মনে করেন অন্য কাজ করতে করতে অফিসের কাজ করবেন, তাহলে কিন্তু ভুল হবে। হাতে অন্য কোনও কাজ রাখবেন না। এমনকি কিছু খেতে খেতেও কাজ করবেন না। অফিসের যা নিয়ম, তাই বজায় রাখুন।