English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ১০:২৬

আমি ওড়না সামলাবো কেন? আপনার সমস্যা হলে চোখ সামলান! : স্পর্শিয়া

অনলাইন ডেস্ক
আমি ওড়না সামলাবো কেন? আপনার সমস্যা হলে চোখ সামলান! : স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া , (জন্মঃ ৮ই ডিসেম্বর, ১৯৯২) একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি বিজ্ঞাপন পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া বিটিভি তে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়া তে অভিনয় করে তাঁর কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন।

ইতিপূর্বে অর্ধনগ্ন ছবিতে পোজ দিয়ে তিনি সমালোচনায় আসেন। এবার তিনি তার ফেসবুক একাউন্টে জানালেন , আমি ওড়না সামলাবো কেন ? সমস্যা তো আপনার হচ্ছে, হয়। আপনি চোখ সামলাচ্ছেন না কেন ??

-ফেসবুক থেকে নেয়া