সংখ্যায় দেখুন আসছে বছর কপালে কী আছে?

নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে সংখ্যাতত্ত্বের গুরুত্ব অপিরিসীম। সংখ্যাতত্ত্ব বা অনুযায়ী আমাদের প্রত্যেকের একটি করে লাকি নম্বর থাকে। যে নম্বরে প্রভাব আমাদের জীবনে ছড়িয়ে থাকে অর্থ, সৌভাগ্য, প্রেম, খ্যাতি। জেনে নিন সংখ্যাতত্ত্ব অনুযায়ী, কেমন যাবে আসছে বছর ২০১৭।
জন্ম তারিখের ওপর নির্ভর করেই নিউমারোলজির লাকি নম্বর। যদি আপনি মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্মান, তাহলে আপনার লাকি নম্বর ১। এই নম্বরের জাতকরা জন্মগত ভাবেই নেতা প্রকৃতির হন। এরা জীবনসঙ্গীকে নিয়ন্ত্রণ করতে পারলেও আপোস করতে জানেন না।
মাসের ২, ১১, ২০ ও ২৯ তারিখে যারা জন্মান, তারা একাধারে সংবেদনশীল ও মেজাজি প্রকৃতির হন। শারীরিক সম্পর্কের থেকে মানসিক আকর্ষণই এদের কাছে প্রধান। তবে অত্যাধিক অহমিকার জন্য সঙ্গীকে প্রায়শই সমস্যায় ফেলেন এরা। তাই বোঝাপড়া অত্যন্ত ভালো এরকম কাউকে জীবনসঙ্গী করাই এদের জন্য উত্তম।
৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্ম যাদের তারা সাহসী ও উচ্চাকাঙ্খী হন। নিজের খেয়াল খুশি মত চলতে এরা বেশ পছন্দ করেন। যাদের নম্বর ৩, তারা সবদিক দিয়েই আদর্শ জীবনসঙ্গী হন।
মাসের ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে যাদের জন্ম, তাদের লাকি নম্বর ৪। এরা ফ্লার্ট করতে খুব ভালোবাসেন। ভালোবাসায় ঠিক কী চান, তা এরা নিজেরাই ঠিক করতে পারেন না। তাই একের পর এক সম্পর্ক তৈরি করে চলেন। এমনকি বিবাহ পরকীয়ায় এরা অত্যন্ত পটু।
মাসের ৫, ১৪ ও ২৩ তারিখে যারা জন্মান তারা বিভিন্ন বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। জীবনে বৈচিত্রও এদের বেজায় পছন্দ। এমনকি প্রেমের ক্ষেত্রেও বেশিদিন একজন সঙ্গীর সঙ্গে থাকতে পারেন না এরা। তাই তাদের মতো মানসিকতা, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে এরা ভালো করবেন।
মাসের ৬, ১৫ ও ২৪ তারিখে যাদের জন্ম, তাদের ইচ্ছেশক্তি অত্যন্ত প্রবল। এরা যা ঠিক করেন, তা করেই ছাড়েন। প্রেমের ক্ষেত্রেও এরা নিজেদের সম্পূর্ণ বিলিয়ে দিতে প্রস্তুত থাকেন। যে কোন সংখ্যার জীবনসঙ্গীর সঙ্গেই এরা প্রেমের ক্ষেত্রে ম্যাজিক আনতে পারেন।
মাসের ৭, ১৬ ও ২৫ তারিখে যাদের জন্ম তারা স্বপ্নালু প্রকৃতির হন। প্রেম নিয়েও এরা স্বপ্নের জগতে বাস করেন। তবে সব সময় তা বাস্তবসম্মত হয় না। প্রত্যেকের মধ্যেই কিছু দোষ-ক্রটি থাকে। তা মেনে নিয়েও আমরা সম্পর্কে জড়াই।
মাসের ৮, ১৭ ও ২৬ তারিখে যারা জন্মান, তারা প্রেমের ক্ষেত্রে একনিষ্ঠ হন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে এরা অনেক সময় কষ্ট পান। সঙ্গীর কাছে অনেক সময় একটু বেশি আশা করে ফেলেন। সেই আশা পূরণ না হলে এরা ভেঙে পড়েন।
মাসের ৯, ১৮ ও ২৭ তারিখ যাদের জন্মদিন তারা অতিরিক্ত আবেগপ্রবণ হন। ছোটখাটো বিষয়েই এরা কষ্ট পান। জীবনে ধৈর্য্য ধরার অভ্যেস করুন। প্রেমের পরিসর অত্যন্ত বৃহৎ। অকারণে একে জটিল করে তুলবেন না।