English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৬

কাগজ পুরানো হলে কেন হলুদ হয়ে যায়?

অনলাইন ডেস্ক
কাগজ পুরানো হলে কেন হলুদ হয়ে যায়?

অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ পুরানো কাগজপত্র হোক কিংবা পুরানো খবরের কাগজ সবসময়েই হলুদ হয়ে যায়। উজ্বল্য হারিয়ে যায় সহজেই। কিন্তু কেন এমন হয় বলুন তো? চলুন জানি বিজ্ঞানীদের মতে সেই কথাগুলো।

খবরের কাগজ বা এমনি কাগজ যাই হোক না কেন, যেকোনও কাগজই মূলত তৈরি হয় কাঠ থেকে। আর এই কাঠে প্রাথমিকভাবে থাকে দুটি উপকরণ- একটি হল সেলুলোজ ও অন্যটি লিগনিন। 

কাগজে থাকা এই সেলুলোজ এবং লিগনিন সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর মধ্যে থাকা অক্সিজেনের দ্বারা জারিত হয়, অর্থাৎ ইলেকট্রণ বেড়িয়ে যায়। আর তার ফলেই কাগজ-পত্র হলুদাভ বাদামী রঙ ধারণ করে।