সেক্সের পর যে কাজগুলো করে মহিলারা!

সেক্স হয়ে গেলে সাধারণত কী করে থাকেন মহিলারা? একটু স্পষ্ট করে বললে- কী না করে তাঁরা থাকতেই পারেন না?
সময় জিজ্ঞাসা করে? শোনা যায়, সেক্স হয়ে যাওয়ার পরেই না কি সবার আগে ঘড়ি দেখে সময় জিজ্ঞাসা করে মহিলারা! কারণ তো স্পষ্ট- মিলিয়ে দেখে নেওয়া এবার কতক্ষণ সময় লাগল! বেশি সময় লাগলে বেশি তৃপ্তি, অন্যথায় খুঁতখুঁতুনি!
কন্ডোমটা ছেঁড়েনি তো? পুরুষরা যখন কাজকর্ম সেরে আবেশে বিভোর, মহিলারা তখন চুপিসাড়ে একবার দেখে নেন ফেলে দেওয়া কন্ডোমটা- ওটা ছিঁড়ে যায়নি তো! বিশদে বলার দরকার নেই- কেন তাঁরা এরকম করে থাকেন! গর্ভবতী হয়ে পড়লে তো তাঁদেরই চাপ বেশি!
তৃষ্ণা ভাব ধরা: এক তৃষ্ণা মেটার পরেই অন্য তৃষ্ণা নিবারণে না কি ব্যস্ত হয়ে পড়েন মহিলারা! সাধারণত তাঁদের উন্মাদের মতো ঢকঢক করে জল খেতে দেখা যায়! যাঁরা ধূমপান করেন, তাঁরা তাড়াতাড়ি ধরিয়ে ফেলেন একটা সিগারেট!
এক কোণে গুটিসুটি: যদি কোনও কারণে বিছানার চাদরটা নোংরা হয়ে যায় এবং পালটানোর ইচ্ছা না থাকে, তবে মহিলারা বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে থাকেন। একটু আগেই ওই চাদরে গড়াগড়ি খেলেও এখন এড়িয়ে যান!
এলোমেলো চুল গুছিয়ে নেয়: সেক্স হয়ে যাওয়ার পর সব মহিলাই নিজেদের চুলের দিকে একবার তাকান! যতটা পারেন, এলোমেলো চুল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন!
ফোনে সময় দেওয়া: যাঁদের তাড়াহুড়ো থাকে, তাঁরা সেক্সের পরেই সবার আগে ফোনের দিকে হাত বাড়ান! বেশির ভাগ সময়েই দেখা যায়- তাঁরা বাড়িতে ফোন করছেন!
মিরর অন দ্য ওয়াল: সেক্সের পরে অনেক মহিলাই আয়নায় একবার নিজের নগ্ন শরীরটা দেখে নেন! বুঝে নিতে চান- সঙ্গীর পক্ষে তিনি পর্যাপ্ত পরিমাণে আকর্ষণীয় কি না!
অন্তর্বাসের খোঁজ: সবার শেষে মহিলারা হাত বাড়ান অন্তর্বাসের দিকে! পুরুষটিকে সম্পূর্ণ উপেক্ষা করেই চলতে থাকে ঘরের এখানে-ওখানে অন্তর্বাসের খোঁজ!
যদিও তাঁরা যে এমনটা করেন সঙ্গীকে ফেলে রেখে, এটা অনেক মহিলাই স্বীকার করতে চান না! তা, আপনার অভিজ্ঞতা কী বলে?