বর্ষসেরা ১০ ধনী নারী

প্রতিবছরই বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় নারীদের স্থান কমই থাকে। তবে সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন ধনী নারীদের আলাদা একটি তালিকা প্রকাশ করছে। ফোর্বসের করা সেই তালিকা থেকে জেনে নিন বর্ষসেরা ১০ সম্পদশালী নারীর কথা।
১. ক্রিস্টি ওয়ালটন: বিশ্বের শীর্ষ নারী ধনী ক্রিস্টি ওয়ালটন। মার্কিনি এ নারীর সম্পদের পরিমাণ ৩ হাজার ৬৭০ হাজার কোটি ডলার। সম্পত্তির বেশির ভাগটাই তিনি পেয়েছেন প্রয়াত স্বামী জন ওয়ালটনের কাছ থেকে। ২০০৫ সালে স্বামীর মৃত্যুর পর সব সম্পদের মালিক হন তিনি। ওয়াল মার্টের প্রতিষ্ঠাতা ছিলেন জন।
২. লিলিয়ান বেনেকোট: লিলিয়ান বিশ্বের দ্বিতীয় শীর্ষ নারী ধনী। ফরাসি এই নারীর সম্পদের পরিমাণ ৩ হাজার ৪৫০ কোটি ডলার। তিনি লরিয়াল সংস্থার প্রধান শেয়ার হোল্ডার। এ কোম্পানির প্রতিষ্ঠাতা লিলিয়ানের বাবা।
৩. অ্যালিস ওয়ালটন: ওয়াল মার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের আরেক মেয়ে অ্যালিস। তিনি বিশ্বের তৃতীয় ধনী নারী। তার মোট সম্পর্দের পরিমাণ তিন হাজার ৪০০ কোটি ডলার। আর্ট কিউরেটর হিসেবে ইনি বিখ্যাত।
৪. জ্যাকলিন মার্স: বিশ্বের চতুর্থ ধনী নারী। তার মোট সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার। বিশ্বের সর্ববৃহৎ ক্যান্ডি প্রস্তুতকারক সংস্থা মারস-এর অন্যতম মালিক জ্যাকলিন।
৫. জর্জজিনা রেইনহার্ট: অস্ট্রেলিয়ার এই নারী হ্যানকক প্রসপেকটিং গ্রুপের মালিক ও চেয়ারম্যান । খনিই তার আয়ের প্রধান উৎস। তার মোট সম্পদের পরিমাণ এক হাজার ৭৭০ কোটি ডলার।
৬. সুজান ক্ল্যাটেন: জার্মান নাগরিক সুজান বিশ্বের ষষ্ট নারী ধনী। তার সম্পদের পরিমাণ এক হাজার ৭৪০ কোটি ডলার। বিএমডব্লিউ-এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান অটোমেকার হারবার্ট কোঁয়ান্দের মেয়ে তিনি। এছাড়া কেমিক্যাল উৎপাদকারী প্রতিষ্ঠান অ্যালটানার দায়িত্বেও আছেন তিনি।
৭. আবিগালি জনসন: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী আবিগালি বিশ্বের নারী ধনীদের তালিকার সপ্তম স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ এক হাজার ৭৩০ কোটি ডলার। ফিডেলিটি ইনভেস্টমেন্টের চিফ এগজিকিউটিভ অফিসার আবিগেইল। ১৯৪৬ সালে এই সংস্থা শুরু করেন তার বাবা এডওয়ার্ড সি জনসন।
৮. অ্যান কক্স চেম্বার্স: যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানির মালিক তিনি। তার মোট সম্পদের পরিমাণ এক হাজার ৫৫০ কোটি ডলার। মিডিয়া এম্পায়ার কক্স এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা এম কক্স-এর মেয়ে অ্যানি।
৯. আইরিশ ফন্তবোনা: বিশ্বের নবম ধনী নারী চিলির আইরিশ। তার মোট সম্পদের পরিমাণ এক হাজার ৫৫০ হাজার কোটি ডলার। ক্রোয়েশিয়ান কোটিপতি ও বিশ্বের বৃহত্তম তামার খনির মালিক আনদ্রোনিকো লুকসিকার স্ত্রী তিনি।
১০. লরেনে পাউয়েল জবস: অ্যাপেলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেনে বিশ্বে দশম নারী ধনী। তার মোট সম্পদের পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলার। দীর্ঘ সময় তিনি অ্যাপেলের সিইও ছিলেন।