English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ২২:৫৯

দেখুন একটি মর্মান্তিক ঘটনার পা থেকে মাথা পর্যন্ত

অনলাইন ডেস্ক
দেখুন একটি মর্মান্তিক ঘটনার পা থেকে মাথা পর্যন্ত

অধিকাংশ মানুষই কোনো বিষয়ে পরিচ্ছন্ন ধারণা না নিয়ে তিলকে থেকে তাল বানিয়ে ফেলে। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একজন থেকে আরেকজন তারপর আরেকজন এইভাবে কয়েক কান বদল হয়ে ঘটনাটি আসলে যে কতটা পরিবর্তন হয় তা একটি চমৎকার ভিডিওতেই ফুটিয়ে তোলা হয়েছে। 

ভিডিওটিতে একজন লোক তার মটরসাইকেল এক্সিডেন্টের একটি মর্মান্তিক ঘটনা তার বন্ধু কাছে বলেছেন কোনো শব্দ উচ্চারণ না করে। দেখা যায় এই ঘটনা ছড়াতে ছাড়তে শেষ পর্যন্ত এসে দাঁড়ায় শুভেচ্ছা বিনিময়ে। পা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত মাথা দিয়েই শেষ হলো।

এঘটনা সেই গুজবের মতো যেমন রাজার একটা কালো ছেলে হইছে তা পরে কাকে রুপান্তরিত হওয়া গল্পের বাস্তব চিত্রায়নের মত।

সম্প্রতি এবিষয়টি নিয়ে তৈরি একটি ভিডিও স্যোশাল মিডিয়া ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। দেখুন সেই ভিডিওটি।

 

" width="800">