English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫৪

বিউটি প্রোডাক্টের যে তথ্য জানলে আপনার চোখ কপালে উঠবেন

অনলাইন ডেস্ক
বিউটি প্রোডাক্টের যে তথ্য জানলে আপনার চোখ কপালে উঠবেন

আর পাঁচজনের সামনে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে কে না চান? আজ এই শ্যাম্পু তো কাল ওই ক্রিম৷ অমুক ব্র্যান্ডের লিপস্টিক ছেড়ে গ্যাঁটের টাকা আরো একটু খরচ করে তমুক ব্র্যান্ডের লিপস্টিকটা কিনে নেন আপনি৷ কিন্তু আপনাকে যদি বলা হয় সেই লিপস্টিকই ক্যান্সারের কারণ হতে পারে৷ বিশ্বাস করবেন কি?

প্রতিযোগিতার বাজারে নিজেদের ধরে রাখতে রোজই নতুন প্রোডাক্ট আনছে বিভিন্ন কোম্পানি৷ সেসব পণ্য ক্রেতাদের আকর্ষণও করছে৷ কিন্তু পণ্যের বিষয়ে অনেকটা সত্যই ক্রেতাদের থেকে লুকিয়ে যায় কোম্পানিগুলি৷ সেগুলি আপনার ত্বকের বা শরীর-স্বাস্থ্যের কতটা ক্ষতি করতে পারে, সে বিষয়ে আপনি থেকে যান অন্ধকারেই৷ তাই এই প্রতিবেদনে এমন কিছু তথ্য তুলে ধরা হল, যা আপনাকে আরো সতেচন হতে সাহায্য করবে৷ পরবর্তীকালে বাজার থেকে বিউটি প্রোডাক্ট কেনার সময় অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন৷

১. আপনার পছন্দের লিপস্টিকে অত্যধিক মাত্রায় সীসা থাকে৷ যা ঠোঁট থেকে পেটে ঢুকে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে৷ এমনকী ক্যানসারের সম্ভাবনাও থেকে যায়৷

২. আপনার বিউটি প্রোডাক্টের জোগান দেওয়ার জন্য প্রতি বছর গোটা বিশ্বে ১ লাখেরও বেশি প্রাণীর প্রাণ যায়৷

৩. পাঁচটি কসমেটিক্সের মধ্যে অন্তত একটিতে ফরম্যানডেহাইডের আস্তরণ থাকে৷ যা ক্যানসারের আঁতুড় ঘর হিসেবে পরিচিত৷

৪. টিভির পর্দায় অনেক বিজ্ঞাপনেই দেখানো হয়, অমুক পণ্যটি ১০০ শতাংশ আয়ুর্বেদিক৷ বিশ্বাস করবেন না৷ কারণ বাজারে এমন কোনও প্রোডাক্ট নেই, যাতে কেমিক্যাল মেশানো হয় না৷ অনেক সময় কেমিক্যালের গন্ধ ঢাকার জন্য কৃত্রিম সুগন্ধীও ব্যবহার করা হয়৷ তাই দিনের শেষে আপনার ত্বক কিন্তু কেমিক্যালযুক্ত পণ্যই সহ্য করছে৷

৫. শিশুদের স্পর্শকাতর ত্বকের জন্য বাবা-মারা অতিরিক্ত সতর্ক থাকেন৷ তাই যে পণ্যে শিশুদের ত্বকে এলার্জি হবে না, সেটিকেই বেছে নেন৷ কিন্তু একেবারে এলার্জি হবে না, এমন কোনও প্রোডাক্টের অস্তিত্বই নেই৷ সেটা নেহাত অলীক কল্পনা৷ কোনও পণ্যে বেশি অথবা কম এলার্জি হতে পারে৷ কিন্তু এলার্জি হবে না, এ ধারণা ভুল৷

৬. ৩০ বছরের পর থেকে ত্বকে আসতে থাকা ভাঁজ দূর করার জন্য অ্যান্টি-রিংকল ক্রিম ব্যবহার করার পরামর্শ আপনিও পেয়ে থাকতে পারেন৷ জেনে রাখুন, এসব ক্রিমে ত্বকের ভাঁজ খানিকটা হালকা হয় ঠিকই৷ কিন্তু কখনওই দূর হয় না৷

৭. দোকানে বিক্রি হওয়া গায়ে মাখা সাবানগুলির মধ্যে অনেকগুলিতেই প্রাণীর চর্বি ব্যবহার করা হয়৷

৮. কোনও ফেয়ারনেস ক্রিমে কী কী উপাদান রয়েছে তা সেটির গায়েই লেখা থাকে৷ কিন্তু একটি উপাদানের কথা লুকিয়ে রাখা হয়৷ অনেক ফেয়ারনেস ক্রিমে পারদ থাকে৷ এবং পারদ মানুষের কিডনি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করে৷

তাই এবার থেকে বিউটি প্রোডাক্ট ব্যবহারের সময় দু’বার ভাবুন৷ ঠিক করছেন তো?