English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০২:০৬

কিশোর ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌনমিলন, অতপর...

অনলাইন ডেস্ক
কিশোর ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌনমিলন, অতপর...

যুক্তরাষ্ট্রে টেক্সাসে ১৩ বছরের ছাত্রের সঙ্গে বেপরোয়া যৌনতায় এক শিক্ষিকা গর্ভবতীও হয়ে পড়েছে। আর এই অপরাধেই তাঁকে ৩০ বছর জেল হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে টেক্সাসে। অভিযুক্ত শিক্ষিকার নাম আলেজ়ান্দ্রিয়া ভেরা।

গতবছরের সেপ্টেম্বর মাসে ঘটনার সূ্ত্রপাত, ওই সময়ে আলদিন ইন্ডিপেনডেন্ট স্কুলে এক কিশোরের সঙ্গে দেখা হয় আলেজ়ান্দ্রিয়ার। তারপর থেকেই ওই কিশোরের সঙ্গে মেসেজ চালাচালি করতে করতে একটু একটু করে কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একদিন গাড়ির মধ্যেই ছাত্রটিকে চুমু খান অভিযুক্ত শিক্ষিকা।  এরপর থেকেই তাঁদের সম্পর্ক মোড় নেয় অন্যদিকে। সুযোগ পেলেই কিশোরটির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে থাকেন আলেজ়ান্দ্রিয়া। ছাত্রটির বাড়িতেই প্রায় ন’মাস ধরে টানা অবাধ যৌনতা উপভোগ করতে থাকেন তাঁরা।

তারপর হঠাৎই তাঁদের সম্পর্কের কথা কিশোরের পরিবারের সদস্যদের নজরে আসে। যে কোনও পারিবারিক অনুষ্ঠানেই ওই শিক্ষিকাকে নিজের বান্ধবী বলে সম্বোধন করত ওই কিশোর। এরপরই সবকিছু জানাজানি হয়ে যায়।   

কিশোরের সঙ্গে দিনের পর দিন যৌন সম্পর্ক স্থাপন করার জন্য শিক্ষিকাকে গ্রেপ্তার করে মন্টগোমারির পুলিশ। জেরায় ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার কথাও স্বীকার করে নেন তিনি। এই অপরাধের জন্য ৩০ বছরের সাজা দেওয়া হয়েছে আলেজ়ান্দ্রিয়াকে।

আর বর্তমানে ১৪ বয়সী ওই কিশোরকে ফোস্টার কেয়ারে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৭ সালের অগাস্ট পর্যন্ত সেখানেই থাকবে তাকে।