ফেসবুকে সেলিব্রেটি হবার সহজ কৌশল

ইদানিং ফেসবুকে সেলিব্রেটিদের ভিড় বেড়েছ। তবে তারা কোনো মিডিয়া সেলেব্রেটি নয়। তাদের জনপ্রিয়তা ফেসবুক এর মাঝেই সীমাবদ্ধ। বিরাট বিরাট বয়ান দিয়ে তারা খুব দ্রুত মানুষের মন জয় করে ফেলে। ফলে তার ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এরকম দেখলে স্বাভাবিক ভাবেই মনে হয়, সেলেব্রিটি হওয়ার গোপন ইচ্ছাটা ফেসবুক এ যদি সম্ভব তাহলে আর বসে থাকা কেন?
তো চুলন নিজের স্ট্যাটাসে বেশি লাইক আদায় করতে হলে কিছু জরুরি মাসলা-মাসায়েল অনুসরণ করি। যেগুলো আপনার আগে অনেক ব্যবহার করে সেলিব্রেটি হয়েছে। দেখুন না একবার চেষ্টা করে।
১। ফেসবুক এ পরিচিত-অপরিচিত সবাইকে বন্ধু বানাতে হবে। মানে হলো, বন্ধু তালিকা দীর্ঘ করতে হবে।
২। এই বন্ধুরা “আমি ঘুমতে গেলাম” অথবা “আজ আমার মন খারাপ” টাইপ ছোট খাটো, ভালো-মন্দ যেই স্টেটাসই দিক না কেন, আপনি তাতে রেসপন্স করবেন।
৩। মাঝে মাঝে লেখালেখির প্রাকটিস চালিয়ে যাবেন।
৪। যখন লিখা শুরু করবেন, অবশ্যই প্রাইভেসি সেটিংস ঠিক করবেন, মানে পাবলিক দিবেন। নাহলে তো আর সেলিব্রেটি হতে পারবেন না। কেননা তখন ফ্রেন্ডরা লাইক দিলে তা ফ্রেন্ডদের মাঝেই সীমাবদ্ধ। পাবলিক আর দেখতে পারবে না। আর পাবলিক না দেখলে আপনার সমস্ত শ্রমই বৃথা।
৫। সেই সাথে আপনাকে প্রাইভেসি সেটিংসে গিয়ে ফলওয়ার সেটিংস টার্ন অন দিয়ে রাখবেন।
৬। লেখার বিষয় বস্তু অবস্যই ঠিক করবেন।
৭। লেখার আকার আকৃতি সম্পর্কে সচেতন থাকবেন।দীর্ঘ লেখা থেকে বিরত থাকুন।
৮। শুধু স্ট্যাটাস দিয়েই খালাস হবেন না, আপনাকে সেই সাথে প্রতিটা কমেন্ট যত্ন সহকার পড়তে হবে। প্রয়োজন অনুসারে জবাব ও দিতে হবে।
৯। আপনার স্টাটাস এ যেন ঝগড়া বিবাদ না লাগে।
১০।মাঝে মাঝে নিজের ব্যক্তিগত ব্যাপারেও লিখতে পারেন। যেগুলা অন্য মানুষের হৃদয় ছুয়ে যেতে পারে। এতে করে সবাই আপনাকে আপন করে নিবে সহজে। তবে সবসময় এ ধরনের লিখা দিতে যাবেন না।
মোটামুটি পপুলার হয়ে উঠলে দেখবেন, আপনি যাই লিখুন না কেন, ২০০০+ লাইক ১০০০+কমেন্ট আপনার লেখায় পেয়ে গেছেন।