English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ০২:০৯

নগ্নতাই যেখানে মুক্তির প্রতীক!

অনলাইন ডেস্ক
নগ্নতাই যেখানে মুক্তির প্রতীক!

প্যারিসে তৈরি হচ্ছে ন্যুডিস্ট পার্ক বা নগ্ন জগৎ। সেখানে নারী-পুরুষ উভয়ে নগ্ন হতে পারবে। সেখানে নগ্নতা হচ্ছে মুক্তির প্রতীক৷ বর্তমানে শহরটিতে ‘ন্যুডিস্ট হলিডে সেন্টার’-এর সংখ্যা ১৫৫৷

পোশাকের বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে এসব সেন্টারে ছুটি কাটাতে আসেন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ৷ কিন্তু, প্রকাশ্যে নগ্ন হওয়া এখানেও দণ্ডনীয় অপরাধ৷ ধরা পড়লেই জরিমানা প্রায় ১০ লাখ টাকা৷অনাদায়ে ১ বছরের জেল। 

সম্প্রতি প্রকৃতির মাঝে নগ্নতার আস্বাদ থেকে বঞ্চিতই সেসব মানুষগুলো এবার মুক্তি পেতে চলেছেন! খুব শিগগিরই তাদের জন্য খুলতে চলেছে প্যারিসের প্রথম ‘ন্যুডিস্ট পার্ক’৷ যেখানে খোলা আকাশের নিচে পোশাক মুক্ত হতে পারবেন নগ্নতার পূজারীরা৷