English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ১৭:৩০

৭০ ঊর্ধ্ব বৃদ্ধা মা কে পিটিয়ে রক্তাক্ত করল পাষন্ড (ভিডিও)

অনলাইন ডেস্ক
৭০ ঊর্ধ্ব বৃদ্ধা মা কে পিটিয়ে রক্তাক্ত করল পাষন্ড (ভিডিও)

নচিকেতার বৃদ্ধাশ্রম গানের সব কথাকে হার মানিয়েছে এক পাষন্ড ছেলে। ছেলের হাতে বৃদ্ধা মা কে বেধড়ক পেটাচ্ছে ছেলে। সম্প্রতি, ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ভয়ানক ভিডিও। 

ভিডিওতে দেখা যাচ্ছে, ৭০ বছরের এই বৃদ্ধার মুখটা একটি কাপড়ে ঢাকা আর তাঁর শাড়ি রক্তাক্ত। ভিডিওতে একবারই একটি গলা শোনা যাচ্ছে, যাতে একজন বলছেন মুখের উপর থেকে কাপড় সরাতে। বৃদ্ধা একবার মুখের কাপড় সরিয়ে নিলে দেখা যায়, তাঁর নাক দিয়ে রক্ত গড়াচ্ছে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল ২৪ নভেম্বর। এরপরেই এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে ফেসবুকে দেন দিল্লির মানবাধিকার কমিশনের কর্মী কুন্দন শ্রীবাস্তব। তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, বৃদ্ধা রাজিন্দরি দেবী দিল্লির শাহদারা এলাকার সুভাষ পার্কের বাসিন্দা। ৭০ বছরের এই রাজিন্দারি দেবীকে তাঁর ছেলে নন্দকিশোর শুধু মারধরই নয়, মেরে ফেলতে চাইছিল বলেও অভিযোগ। এমনকি, নিয়মিত বৃদ্ধার মাসিক আয়ের টাকাও কেড়ে নিত তাঁর ছেলে। তবে বৃদ্ধা কোনও ভাবে বেঁচে যান। ওই বৃদ্ধাকে অভিযোগ দায়ের করা থেকেও বিরত করা হয় বলে অভিযোগ। এমনকি প্রতিবেশীরা অভিযোগ জানাতে গেলে তাঁদেরকেও হেনস্তা করা হত বলে অভিযোগ।

তবে অবশেষে শুক্রবার অভিযুক্ত নন্দকিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে তিহার জেলে পাঠানো হয়েছে। গুরুতর জখম রাজিন্দরী দেবীকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর চিকিৎসা চলছে।