English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:৫৯

চুটিয়ে ডেটিং করছেন জাহির খান!

অনলাইন ডেস্ক
চুটিয়ে ডেটিং করছেন জাহির খান!

ব্রিটিশ মডেল হেজেলকে গত ৩০ নভেম্বর বিয়ে করেছেন চার হাত এক হয়েছে যুবরাজ সিংহ আর হেজেল কিচের। এ দিকে ক্রিকেট থেকে বিনোদন, দুই দুনিয়াতেই সমান হিট বিরাট-অনুষ্কার জুটি। দুই সফল জুটির পর এ বার কী তবে আরও এক ক্রিকেট-বিনোদন জুটির জন্ম হতে চলেছে? 

ঘনিষ্ঠরা বলছেন, চুটিয়ে নাকি ডেট করছেন জাহির খান! ক্রিকেট পিচ থেকে আগেই বিদায় নিয়েছেন। এ বার কি ব্যাচেলর পিচ থেকেও বিদায় নিচ্ছেন জাহির খান? গুজব তো তেমনই।