English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:৩১

ঢাকায় লা মেরিডিয়ান স্যুপ অফার

অনলাইন ডেস্ক
ঢাকায় লা মেরিডিয়ান স্যুপ অফার

লা মেরিডিয়ান ঢাকার মেডিটেরিনিয়ান রুফটপ রেস্তোরাঁ ‘ওলেয়া’তে এই শীতে তাদের অতিথিদের জন্য নিয়ে এসেছে স্যুপ খাওয়ার এক দারুণ অফার। অতিথিরা পরিবার ও বন্ধুদের নিয়ে এই অফার উপভোগ করতে পারবেন আগামী ১১ থেকে ১৭ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত। 

নির্দিষ্ট টেলিফোন অপারেটর ও ব্যাংকের গ্রাহকদের জন্য থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার। রেগুলার আ লা কার্টে মেন্যুর পাশাপাশি অতিথিরা ফিশারম্যান স্যুপ, হালিম, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপের স্বাদ নিতে পারবেন। 

অফার চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকার রুফটপ রেস্তোরাঁ ‘ওলেয়া’তে ৪৯৫++ টাকায় প্রতি বাটি স্যুপের স্বাদ নিতে পারবেন।  

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৯৯০৯০০৯০০ অথবা ০১৭৬৬৬৬৭৩৪৪৩ নম্বরে।