English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৭

নিউইয়র্কে বিদ্বেষের শিকার সেই হিজাব পরা নারী ‘বীর’ পুলিশ

অনলাইন ডেস্ক
নিউইয়র্কে বিদ্বেষের শিকার সেই হিজাব পরা নারী ‘বীর’ পুলিশ

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাহসিকতার জন্য পুরস্কার পাওয়া সেই মসুলিম হিজাব পরা নারী পুলিশই এবার খোদ পুলিশের বিদ্বেষের শিকার হয়েছেন।

আমাল এলসোকারি নামে ওই নারী পুলিশ ও তার কিশোর ছেলে (১৬) ধর্মবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন। স্থানীয় সময় রোববার পুলিশের এক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে এই আক্রমণের কথা তুল ধরা হয়েছে।

জানা গেছে, আমাল এলসোকারি গত ১৫ বছর ধরে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন। তিনি নিয়মিত হিজাব পরেন। সম্প্রতি হিজাব পরে পুলিশ কর্মকর্তা আমাল তার কিশোর ছেলেকে নিয়ে ব্রুকলিনে যান। সেখানে ছেলেকে নামিয়ে গাড়ি পার্ক করতে যান তিনি। এরপর তিনি দেখেন একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তার ছেলেকে ঘিরে রেখেছে।

ওই ব্যক্তি তখন তার ছেলেকে লক্ষ্য করে বলতে থাকে, ‘আইএস, আমি তোমার গলা কেটে ফেলব, তুমি নিজের দেশে ফির যাও।’

উল্লেখ্য, এ বছরের এপ্রিলে ভবনে অগ্নিকাণ্ড হলে আমাল আগুন উপেক্ষা করে ভবনটি থেকে একজন প্রবীণ এবং একটি বাচ্চা মেয়েকে উদ্ধার করেন। এ কারণে তাকে ‘বীর’ খেতাব এবং মেডেল দেন নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও। সূত্র: আনাদুলু/ক.নিউজ