English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৭

কোন রাশির সঙ্গে আপনার প্রেম টিকবে?

অনলাইন ডেস্ক
কোন রাশির সঙ্গে আপনার প্রেম টিকবে?

লাইফস্টাইল ডেস্ক: প্রেম ব্যাপারটা বেশ মধুর। কখন কার সঙ্গে প্রেম হয় বা মন দেওয়া-নেওয়া হয়ে যায়, সে খবর রাখা বেশ কঠিন। কিন্তু আজকের যুগে যত সম্পর্ক তৈরি হয় তার চেয়ে  ভাঙে যাওয়ার প্রবণতাই বেশি থাকে। ঝগড়া, অশান্তি, ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করেই কখন দুটো মানুষ একে অপরের থেকে দূরে চলে যায় সে খবর রাখে না কেউই।

সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে ব্যক্তিগত বোঝাপড়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ রাশিফল। তাই জ্যোতিষীরা বলেন, নক্ষত্রের বিচারে বিশেষ জুটি হিসেবে দুটি রাশির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলে নানা কারণে সেই সম্পর্ক টেকে না। নানা ধরণের সমস্যা তৈরি হয় প্রেমিক এবং প্রেমিকার মাঝে। সেই বিশেষ দুই রাশির সম্পর্ক বিবাহ পর্যন্ত পরিণতি পায় না সহজে।কিন্তু এই দুই রাশির জাতক-জাতিকারা যদি একবার সব বাঁধা অতিক্রম করে একসঙ্গে থাকতে পারেন, তবে পৃথিবীর কোনও শক্তিই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না বলে জানিয়েছেন জ্যোতিষীরা।

এই বিশেষ জুটিগুলি হল,

এরিস ও ভার্গো

টরাস ও লিব্রা

জেমিনি ও স্করপিও

স্যাজিটেরিয়াস ও ক্যাপ্রিকর্ন

অ্যাকোয়ারিয়াস ও পাইসেস