English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৯

৯ মাস গর্ভধারণের কথাটি কেন সত্য নয়?

অনলাইন ডেস্ক
৯ মাস গর্ভধারণের কথাটি কেন সত্য নয়?

একজন শিশু মায়ের গর্ভে কত মাস থাকে? অনেকেই ৯ মাস গর্ভধারণের কথা বলেন, যাকে বাস্তব নয় বলে উল্লেখ করছেন আধুনিক চিকিৎসকরা। তাহলে বাস্তব সত্যটি কী? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

আপনি স্বাভাবিক গর্ভধারণের সময়টিকে কোনোভাবেই নয় মাস বলতে পারবেন না। স্বাভাবিক হিসাবে অনেকেই নয় মাসকে গর্ভধারণের সময় বলে মনে করেন। যদিও বাস্তবে নয় মাসের সঙ্গে বিষয়টির কোনো মিল নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাহলে বাস্তবে কতদিন ধরে গর্ভধারণ করতে হয়? একজন শিশু মায়ের গর্ভে কতদিন থাকে তা অনেকেই জানতে চান। পরিসংখ্যানে জানা যায়, মাত্র ৪ শতাংশ নারী ৪০ সপ্তাহ গর্ভধারণ করেন। এটি প্রায়ই নয় মাসের সঙ্গে গুলিয়ে ফেলা হয়। তবে ৯ মাস ৪০ সপ্তাহ নয়। এমনকি তা ২৮০ দিনও নয়। যদিও অনেকে এ দিনটিকে সঠিক হিসেবে মনে করেন।

বছরে ১২ মাস থাকলেও প্রতি মাসের দিনের সংখ্যা সমান নয়। এছাড়া আপনি যদি প্রতি মাসের দিনের গড় হিসাব করেন তাহলে এতে ৩০ দিন ১০ ঘণ্টা করে পড়বে। আর এ হিসাবে ২৮০ দিন বলতে প্রায় নয় মাস এক সপ্তাহ হয়। এ কারণে ২৮০ দিন কথাটিও সঠিক নয়।

১৮৩৬ সালে জার্মান ধাত্রীদের জন্য প্রকাশিত ম্যানুয়ালে প্রথম এ সংখ্যাগুলো প্রকাশিত হয়। এতে গর্ভধারণের সম্ভাব্য সময় অনুমান করা হয়। তবে ২০১৩ সালে এক গবেষণায় তারিখগুলো সঠিক নয় বলেই জানা যায়।

সম্প্রতি এনআইএইচ গবেষকরা ১২৫ জন নারীর গর্ভধারণের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন নারীর গর্ভে যমজ সন্তানও ছিল। তারা গবেষণায় দেখেন, গর্ভধারণের সাত ও আট মাস পরই অধিকাংশ যমজ সন্তান জন্মগ্রহণ করেছে। আর সব মিলিয়ে গড়ে ৩৮ সপ্তাহ ২ দিনে স্বাভাবিকভাবে সন্তান জন্মদান করেন নারীরা।

গর্ভধারণের গড় সময় গবেষণায় জানা গেছে, গড়ে একজন নারী গর্ভধারণের ৮ মাস ২৪ দিন, ১৬ ঘণ্টা পর সন্তান জন্মদান করেন। তবে ওপরের সংখ্যাটি যে সব নারীর ক্ষেত্রে স্বাভাবিক হবে, এমন কোনো কথা নেই। কারণ নানা কারণে এ সময়টি এগিয়ে কিংবা পিছিয়ে যেতে পারে।