English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৬ ১১:৫৩

গাঁজা সেবনের মস্তিষ্কের ক্ষতি

অনলাইন ডেস্ক
গাঁজা সেবনের মস্তিষ্কের ক্ষতি

গাঁজা সেবনে চিন্তার বদ্ধ দুয়ার খুলে যায় এমন কথার প্রচলন রয়েছে দেশে। কিন্তু কথাটি মোটেও সঠিক নয়।

তবে নিয়মিত গাঁজা সেবনের ফলে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে এমন তথ্য দিয়েছেন লন্ডনের কিংস কলেজের একদল গবেষক।

সম্প্রতি ডেইলি মেইল জানায়, লন্ডনের কিংস কলেজের একদল গবেষক তাদের গবেষণা শেষে দেখেছেন, নিয়মিত গাঁজা সেবনে মস্তিষ্কের কার্যকলাপ কমে যায়। সেইসাথে মানসিক অসুস্থতা ও হ্যালুসিনেশনের মতো মনোরোগের আশংকা থাকে।

গবেষকরা আরো জানিয়েছে, বর্তমানে গাঁজাচাষিরা আরো শক্তিশালী প্রজাতির গাঁজা উৎপাদন করছে। এর ক্ষতির মাত্রা এক দশকের তুলনায় এখন প্রায় ২০ শতাংশ বেশি।

লন্ডনের কিংস কলেজের ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিক বিভাগের গবেষক ডা. পাওলা ডাজান গণমাধ্যমকে বলেন, “মনোব্যাধি থাকুক বা না থাকুক, নিয়মিতভাবে উচ্চশক্তির গাঁজা সেবন উল্লেখযোগ্যভাবে মস্তিষ্কের তন্তু গঠনকে প্রভাবিত করে। যত বেশি গাঁজা সেবন করা হবে, মস্তিস্কের ক্ষতিও হবে সে অনুপাতে।”

তিনি আরো বলেন, “গাঁজা সেবন করলে মস্তিষ্কজুড়ে তথ্য প্রবাহ ক্রমশ কমে যায়। এর কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা কমার সম্ভাবনা থাকে।”

মনোরোগে ভুগতে থাকা ৫৬ গাঁজাসেবী এবং সুস্থ ৪৩ স্বেচ্ছাসেবক, যারা আগে গাঁজা সেবন করেনি, তাদের নিয়ে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রথমে মনোরোগে ভুগতে থাকা গাঁজাসেবীদের তুলনায় স্বেচ্ছাসেবকদের ৭০ শতাংশ বেশি গাঁজা সেবন করতে দেয়া হয়। এরপর এমআরআই স্ক্যানের মাধ্যমে দেখা যায়, নতুন কিংবা পুরনো যারাই নিয়মিত বেশি গাঁজা সেবন করেছে তাদেরই মানসিক সমস্যা বেশি হয়েছে।