English Version
আপডেট : ৩ আগস্ট, ২০১৬ ১৭:১০

ঠোঁটে লুকিয়ে আছে চমক

অনলাইন ডেস্ক
ঠোঁটে লুকিয়ে আছে চমক

কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি কথা হলো। প্রথম আলাপে তার মুখের কোন জিনিসটা আপনার চোখ টানবে? নিশ্চই ঠোঁট। ক্লাবে বা রেস্তোরাঁয় সুন্দরীরা যখন আলতো ঠোঁটে গ্লাসে চুমুক দেন, তখন কত পুরুষের বুকে হিল্লোল ওঠে, তা কল্পনা না করাই ভালো।

ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা, নার্গিস ফাকরি থেকে জ্যাকলিন সবারই নাকি আবেদনের রহস্য লুকিয়ে ওই ঠোঁটেই।

ঠোঁট সাজাতে বাজারে পাওয়া যায় হাজারো একটা প্রসাধনী কোম্পানির হরেক রকমের লিপস্টিক থেকে লিপগ্লস। কিন্তু জানেন কি? চোখের যেমন ভাষা রয়েছে, তেমনি ঠোঁটও ভাষা রয়েছে।

ঠোঁটের ভাষা কেমন তা জেনে নেই-

পাতলা ঠোঁট- এরা আকর্ষণীয়, স্বাধীন ও যৌন আবেদন পূর্ণ। এদের পছন্দ রোমাঞ্চ। এরা বেছে নেন রোমাঞ্চকর জীবন। রোজকার জীবনে চ্যালেঞ্জ নিতে এরা পিছপা হন না। এরা কেয়ারিং পার্টনার পছন্দ করেন। তবে এরা খুব একটা গোছানো প্রকৃতির নন।

ভরাট ঠোঁট- প্রচণ্ড আকর্ষণীয় ব্যক্তিত্ব। এরা নিজেদের ব্যাপারে অত্যন্ত সজাগ। দৃঢ়চেতা। নিজের জীবন এরা নিজেরা বেছে নেন। তবে এরা একটু স্নব হয়ে থাকেন।

ছোট কিন্তু মোটা ঠোঁট- প্রকৃতি সম্বন্ধে এদের অসীম উৎসাহ। আকর্ষণীয়। যেখানেই যান, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকেন।

ভুরুর মতো ঠোঁট- স্বাধীন মানসিকতার লোক। বর্তমান নিয়ে ভাবেন, ভবিষ্যত নিয়ে খুব বেশি ভাবেন না। খুব সহজে সমালোচনা নিতে পারেন।

মোটা ঠোঁট- বেশ রহস্য রহস্য ব্যাপার থাকে এদের ঠোঁটে। ব্যক্তিগত ব্যাপার এরা সন্তর্পণে লুকিয়ে রাখেন বাইরের দুনিয়া থেকে। এদেরকে বোঝা দুষ্কর।