English Version
আপডেট : ১১ জুলাই, ২০১৬ ০১:২১

লোম পরিস্কারের কৌশল

অনলাইন ডেস্ক
লোম পরিস্কারের কৌশল

অনাকাঙ্ক্ষিত লোম আপনার সৌন্দর্যকে নষ্ট করে, তেমনই একে পরিষ্কার করা অত্যন্ত ঝামেলাদায়কই বটে। পার্লারে থ্রেডিং বা ওয়াক্সিং করাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়।

অন্যদিকে হেয়ার রিমুভাল ক্রিমের দাম যেমন বেশী, তেমনই একদম গোঁড়া থেকে পরিষ্কার হয় না। তাহলে উপায়? উপায় হচ্ছে এই গোপন টিপস।

খুব সহজ লভ্য কিছু উপাদান দিয়ে ঘরেই তৈরি করে নিন এই বিশেষ “প্যাক” আর সম্পূর্ণ ব্যথা মুক্ত ভাবে পরিষ্কার করে ফেলুন মুখ সহ শরীরের যে কোন স্থানের অনাকাঙ্ক্ষিত লোম।

যা লাগবে- বেসন ২ টেবিল চামচ, ১ টেবিল চা চামচ টক দই বা ঘন দুধ, ২ টেবিল চামচ ভালো মানের চন্দনের গুঁড়া, ১ টেবিল চামচ ভালো সরিষার তেল, ১ টেবিল চামচ গোলাপ জল ও ১ চিমটি হলুদ।

যা করবেন- এই সমস্ত উপাদান দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। লাগলে সামান্য এক্ত পানি দিতে পারেন। একদম ঘন পেস্ট হবে। এবার এই পেস্ট কাঙ্ক্ষিত স্থান গুলোতে মাখুন। একটু শুকাতে দিন। পুরোপুরি শুকাবে না। যখন সামান্য একটু ভেজা ভেজা থাকবে, তখন হাত দিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে থাকুন। এই ঘষায় ত্বক যেমন স্ক্রাবিং করা হবে, তেমনই অনাকাঙ্ক্ষিত লোম একদম গোঁড়া থেকে উঠে আসবে।

পুরো প্যাক উঠে গেলে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাথে সাথেই কোন সাবান দেয়ার প্রয়োজন নেই। নিয়মিত ব্যবহারে লোম একদম নির্মূল হবে এবং নতুন লোম গজালেও সেগুলো গজাবে পাতলা হয়ে। সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করতে পারেন।