English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৬ ০৩:০০

দৈহিক সম্পর্ক স্থাপনের আগে বুঝাপরা

অনলাইন ডেস্ক
দৈহিক সম্পর্ক স্থাপনের আগে বুঝাপরা

 জীবনে প্রথমবার কারও সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের আগে উভয়ের সম্পর্ক মধুরসহ বুঝাপরাটা জরুরী। এসময়ে বেশ কয়েকটি বিষয়ও মাথায় রাখা জরুরি। বাসনা-বিলাস নয়, এ এক জরুরি কথা। দেহ মানেই কিছু অনিবার্য পরম্পরা। আর সেই পরম্পরার সূত্র কুমারীত্ব ধারণা। এ এমন এক জিনিস, যা রয়েছে কেবল হারানোর জন্যই।

তাই  প্রথমবার কারও সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের আগে জরুরি বিষয়গুলো মাথায় থাকুক।

প্রথমবার যৌন-সম্পর্কের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার আশঙ্কা সব মেয়েরই থাকে। তাই, যখনই যৌন সম্পর্কে লিপ্ত হবেন অবশ্য কন্ডোম সঙ্গে রাখবেন। মানসিক প্রস্তুতিও খুব জরুরি। মনে রাখতে হবে, সাময়িক ব্যাথা পাওয়ার সম্ভবনা থাকে প্রথমবার মিলনে। কিন্তু মানসিক প্রস্তুতি থাকলে তা অনেক বেশি সহনীয় হয়।

যদিও কুমারীত্ব হারানোর কোন নির্দিষ্ট বয়স হয় না, তাও কিছু বিষয় মেনে না চললেই নয়। যেমন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করাই ভাল। বিয়ের বয়সের মতো না হলে মনে রাখবেন দেহের সম্পূর্ণ বিকাশ হওয়ার আগেই যৌনমিলন পরবর্তীকালের জন্য খুব উপকারি হবে না।

রক্তক্ষরণ নিয়ে আমাদের সমাজে অনেক গুজব চালু আছে। সেগুলোকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ প্রথমবার যৌনমিলনে রক্তপাত যে হবেই, তার কোন গ্যরান্টি নেই। এটি একেক জনের শারীরিক গঠনের উপর নির্ভর করে। তখনই কোন যৌন সম্পর্কে জড়াবেন, যখন আপনার মন চাইবে। বন্ধু-বান্ধবদের উস্কানি বা প্রেমিকের অনুরোধে ভুলেও এমন কাজ করবেন না। সেক্ষেত্রে পরে ভয়ঙ্কর অপরাধবোধ কাজ করে।

দেহ দেওয়া-নেওয়ার আগে নিজের চাহিদা সম্পর্কে স্পষ্ট ভাষায় জানান নিজের পার্টনারকে। এমন যেন না-হয়, একে অপরকে ভুল চিনে কাছাকাছি এসে পড়লেন। প্রথমবার যৌনমিলনে অর্গ্যাজম না হওয়ারই সম্ভবনা বেশি। অনেকেই হয়তো অনেক কিছু প্রত্যাশা করে থাকেন। কিন্তু প্রথমবারটা একাবারেই আকস্মিক। আনপ্রেডিক্টেবল।

প্রথমবার হালকা ভয় থাকে, নার্ভাসনেস কাজ করে। তাই খুব বেশি ভাবতে বসবেন না। বেশি ভাবলে সেই মুহূর্তের ভাললাগাটাই নষ্ট হয়ে যাবে। বর্ষাকালে ছাতা নিয়ে ঘোরার মতো সবসময়ে কন্ডোম সঙ্গে রাখা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে মিলনের পরে যত দ্রুত সম্ভব কোন কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নেবেন। এতে ইতস্তত করার কিছু নেই। প্রথমবার হয়তো একটু জড়তা থাকবে। কিন্তু সব জড়তা কাটিয়ে চেষ্টা করুন পার্টনারের সামনে সম্পূর্ণ নগ্ন হতে। এতে প্রথমবার মিলিত হলেও ভাল লাগাটা দীর্ঘস্থায়ী হয়।