English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ০২:৫৪

প্রস্রাব জমা রাখবে কনডম ব্যাগ

অনলাইন ডেস্ক
প্রস্রাব জমা রাখবে কনডম ব্যাগ
প্রস্রাবের চাপ নিয়ে অনেকেই বিপাকে পড়েন। তাদের জন্য আবিষ্কৃত হলো প্রস্রাব জমা রাখার জন্য ‘কনডম ব্যাগ’। এ কনডম ব্যাগে পরে সারাদিনে বাথরুমে না গিয়েও থাকতে পারবেন। সারাদিনের প্রস্রাব এ ব্যাগে জমা রেখে দিন শেষে পরিষ্কার করলেই চলবে। গাড়ি বা বিমান চালোনো, বক্তৃতা দান, স্টেজে বাদ্যযন্ত্র বাজানোর মতো কাজ করার সময় প্রস্রাব করতে যাওয়া অত্যন্ত কঠিন। আবার অনেকের ঘন ঘন প্রস্রাবের সমস্যা রয়েছে। এসব সমস্যা থেকে মুক্তি দিতে কনডম ব্যাগ আবিষ্কার করা হয়েছে। কনডম ব্যাগের বিষয়টি যেভাবে কাজ করবে তা হলো-
 
প্রথমে পুরুষাঙ্গে কনডম পরিয়ে দেওয়া হবে। কনডমের মাথায় একটি নল থাববে। সেই নল দিয়ে প্রস্রাব গিয়ে ব্যাগের মধ্যে জমা হবে। ব্যাগটি উরুর সঙ্গে বেঁধে রাখতে হবে। কনডম পরিয়ে তা বেল্ট দিয়ে কোমরের সঙ্গে বেঁধে রাখার ব্যবস্থা থাকবে। কোমরের বেল্ট হবে ৪০ ইঞ্চি। কারো প্রয়োজন হলে আরো ১০ ইঞ্চি বাড়িয়ে নিতে নিতে পারবে। প্রস্রাব জমার রাখার ব্যাগটি ৩০, ৩৫ ও ৪০ মিলি মিটার এই তিন সাইজের হবে। উৎপাদনকারী কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ব্যাগটি ধুয়ে বার বার ব্যবহার করা যাবে। ব্যাগটি customdivers.com এ পাওয়া যাচ্ছে।