English Version
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১৪:১৮

নারীর আকর্ষন পুরুষের কণ্ঠস্বর

অনলাইন ডেস্ক
নারীর আকর্ষন পুরুষের কণ্ঠস্বর

নারী কী চায় তা কোনো পুরুষের পক্ষেই নাকি বুঝা সম্ভব নয়। প্রায় পুরুষরাই তাই বলেন। তারপরও মাঝে মধ্যে এ নিয়ে জরিপ চলে। আবার গবেষণাও চলে। সম্প্রতি এক জরিপের ফলাফলে জানা গেছে, পুরুষের কণ্ঠস্বরই নাকি নারীর প্রথম আকর্ষণ।

পুরুষদের কোন বৈশিষ্ট্য নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে, এ নিয়ে ওই জরিপ চালান একদল ব্রিটিশ গবেষক।

তারা বলছেন, পুরুষের প্রতি নারীদের আকর্ষণের রহস্য লুকিয়ে আছে কণ্ঠস্বরের মধ্যে। কারণ কণ্ঠ শুনেই যে কোনো পুরুষের চেহারা কল্পনা করে নেন নারী।

ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষণায় বলা হচ্ছে, পুরুষদের ভারি কণ্ঠস্বরই নারীরা পছন্দ করেন।

জরিপের সময় ১০ জন নারীকে একটি রেকর্ডেড পুরুষ কণ্ঠ শোনানো হয়েছিল। এরপর ওই নারীদের বক্তব্য রেকর্ড করা হয়। দেখা যায়, প্রত্যেকেই গলার আওয়াজ শুনে পুরুষটির শারীরিক গঠন, যৌন আবেদন, এমনকি মুখের গড়নও আঁচ করার চেষ্টা করেছেন।

তাদের উত্তর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বেশি কিছু প্রবণতা লক্ষ্য করেছেন। যেমন পুরুষ কণ্ঠে ভারি হলে, কম কাঁপলে নারীরা তা বেশি পছন্দ করেন।