English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৬:২৪

মদ কমাবে বয়স

অনলাইন ডেস্ক
মদ কমাবে বয়স

মদ কমিয়ে দেয় বয়স, শুনতেই যেন কেমন লাগছে। আর সত্যিই যদি এমন হয় তবে কেমন লাগবে ভাবুন তো।

ইংল্যান্ডের পানীয় তৈরিকারী একটি প্রতিষ্ঠানের দাবি, তাদের তৈরি করা একটি নতুন পানীয় খেলে চেহারা বুড়িয়ে যাওয়ার পথ রোধ করতে পারে। 'বম্পাস অ্যান্ড পার' নামের ওই পানীয় কোম্পানি একটি নতুন ধরনের মদ বাজারে এনেছে যাতে উপাদান হিসেবে কোলাজেন নামের এক প্রাকৃতিক রাসায়নিক ব্যবহার করা হয়েছে।

স্বাভাবিকভাবে মানবদেহে কোলাজেন থাকেই। কিন্তু রোদের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে শরীরে কোলাজেনের পরিমাণ কমে যায়। এর ফলে চামড়া কুঁচকে যায় আর শিথিল হয়ে যায়। কোম্পানির দাবি, এই পানীয় খেলে নাকি শরীরে কোলাজেনের সেই ঘাটতি পূরণ হবে। পরিণামে ত্বক থাকবে তরতাজা ও টানটান। আর ত্বক যদি তরতাজা থাকে তাহলেই তো আর বুড়োটে দেখানোর ভয় থাকে না। কোলাজেন ও অন্যান্য উপাদানের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে তৈরি করা হয়েছে এই পানীয়। নাম দেওয়া হয়েছে 'অ্যান্টি এ-জিন'। দাম ৩৫ ইউরো।  কোম্পানির পক্ষ জানানো হয়েছে, পানীয়ের আনন্দ প্রদানের সঙ্গে মানুষকে কম বয়সের দেখানোর পথ দেখানোই এই পানীয়ের লক্ষ্য।  খবর- দ্য টেলিগ্রাফ