English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৬:৫৯

শরীরে ইতিবাচক পরিবর্তন রোজায়

অনলাইন ডেস্ক
শরীরে ইতিবাচক পরিবর্তন রোজায়

রমজান মাস চলছে। ফুটপাতে ইফতারের সাজিয়ে চলছে জমজমাট কেনাবেচা। চারদিকে রোজার আমেজ। সবাই ব্যস্ত ইফতারির কেনাকাটায়।

রমজান আত্মশুদ্ধি আর সংযমের মাস। রোজা শরীর মনকে যেমন সতেজ রাখে, তেমনি অনেক বদ অভ্যাস ত্যাগ করতেও সহায়তা করে।

এবার দেখে নেওয়া যাক রোজা আপনার শরীরের কী কী পরিবর্তন আনে—

যদি আপনি দ্রুত ওজন কমাতে চান তবে রোজা রাখুন। মিষ্টি ও তৈলাক্ত খাবার খাওয়া থেকে দূরে থাকুন। এতে দ্রুতই আপনার ওজন কমে যাবে। রোজায় দুই বেলা খাওয়া হয়। আর এ সময় যদি পরিমাপমতো পুষ্টিকর খাবার খাওয়া যায় তবে রোজার মাস শেষ হওয়ার আগেই ওজন কমে যাবে।

আত্মনিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে রোজার মাসে রোজা রাখা। বিশেষ করে যখন খাওয়ার বিষয় আসে। রোজা রাখার ফলে খাওয়ার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এ থেকে আত্মনিয়ন্ত্রণের উন্নতি হয়।

রোজার মাসে রোজাদাররা বেশির ভাগ সময়ই বাসার খাবার খেয়ে থাকেন। বাইরের ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকেন। ফলে শরীর কোলেস্টেরলের মাত্রা ঠিক রেখে বাড়তি কোলেস্টেরল ঝেড়ে ফেলে।

পবিত্র রোজার মাসে রোজা পালনকারীরা ধূমপান, মধ্যপানের মতো বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকেন। যা আপনার প্রতিদিনের অভ্যাসকে ভেঙে দেয়। ফলে সহজেই আপনি এসব আসক্তি দূর করতে পারবেন।

এক গবেষণায় দেখা গেছে, রোজা শরীরের সংক্রমণতা রোধ করে। রোজা শরীরের রক্তে চর্বির মাত্রা কমায়। যার ফলে উচ্চ রক্তচাপ কমে যায়।