English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৫:৪৪

দুই স্ত্রীর সঙ্গে একই বিছানায় রাত কাটানো যাবে কি না ? ইসলাম কি বলে ?

অনলাইন ডেস্ক
দুই স্ত্রীর সঙ্গে একই বিছানায় রাত কাটানো যাবে কি না ? ইসলাম কি বলে ?

এক ব্যক্তির দুজন বিবি আছে। এখন প্রশ্ন হলো- একরাতে একই সঙ্গে এক বিছানায় একই সময়ে উভয়ের সঙ্গে স্বামী থাকতে পারবে কি না?

নাকি তাদের জন্য আলাদা আলাদা বিছানা করতে হবে? ইসলামের ব্যাখ্যা কি?

সমাধানঃ

ইসলামের ভাষ্য হলো যারা একাধিক বিবাহ করে থাকেন তারা যেন দুই বা একাধিক স্ত্রীর মাঝে সর্ব প্রকারের সমতা বজায় রেখে চলেন।

আর এই একাধিক স্ত্রীর মাঝে সর্ব প্রকারের সমতা বজায় রেখে উভয় স্ত্রীর সাথে একজন স্বামীর বৈধ সব ধরনের কাজ করার ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সচেতনভা্বে স্বামীকে সমতার বিষয়টির প্রতি লক্ষ রাখতে হবে।