ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ

ভিসা ছাড়া বিদেশে ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রে ডলার এনডোর্সমেন্ট এর পরিমাণে পরিবর্তন এসেছে। গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ডলার এনডোর্সমেন্ট সংক্রান্ত নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে সেইসব দেশের ক্ষেত্রে- যেসব দেশে ভিসা ছাড়া যাওয়া যায় বা যেসব দেশে বিমানবন্দরে পৌঁছালে ‘অন এরাইভাল ভিসা’ পাওয়া যায়। এসব দেশে যাওয়ার ক্ষেত্রে আগের নিয়মে ২০০ মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্স করা যেতো।
নতুন নিয়মে বলা হয়েছে, যেসব দেশে ‘পোর্ট এন্ট্রি’ বা ‘অন এরাইভাল ভিসা’ পাওয়া যায়, কোন বাংলাদেশী সেসব দেশে ভ্রমণ করতে চাইলে তার পাসপোর্টে ভিসা ছাড়াই বার্ষিক ভ্রমণ কোটার সমপরিমাণ অর্থ এনডোর্স করা যাবে বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড়
করা যাবে। তবে ডলার এনডোর্সমেন্টের এই নিয়মের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। # যে ডিলার ব্যাংক ভ্রমণকারীর পাসপোর্টে ডলার এনডোর্স করবে তাকে অবশ্যই ভ্রমণকারীর গন্তব্যে আসলেই ‘পোর্ট এন্ট্রি’ বা ‘অন এরাইভাল ভিসা’র সুযোগ আছে কি না তা যাচাই করে নিতে হবে।
# ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকার ব্যাপারটি নিশ্চিত হতে হবে।
# পরবর্তী ভ্রমণে ডলার এনডোর্স করার সময় ডিলার ব্যাংককে ভ্রমণকারীর আগেরবারের এনডোর্স করা অর্থ খরচের ব্যাপারে নিশ্চিত হতে হবে।
এসব শর্ত পূরণের সাথে সাথে এনডোর্সকারী ডিলার ব্যাংককে অবশ্যই সব তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। ডলার এনডোর্সমেন্ট এর নতুন নিয়ম ‘পোর্ট এন্ট্রি’ বা ‘অন এরাইভাল ভিসা’র ক্ষেত্রে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের দাপ্তরিক প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।