English Version
আপডেট : ২০ মে, ২০১৬ ১৩:১৪

ঠোঁট বলবে তুমি আমার

অনলাইন ডেস্ক
ঠোঁট বলবে তুমি আমার

কারো সঙ্গে কথা হলে প্রথমেই যা চোখে পরে, তা হলো চোখ। কিন্তু অনেকেই ক্ষেত্রে প্রথম দর্শন হয়ে থাকে ঠোঁট। এই ঠোঁট অনেক না বলা কথাই বলে দেয় সবার অলক্ষ্যে। আাবর ঠোঁটই জানাবে প্রথম ভাললাগার কথা, ভালবাসি তোমাকে। তাই সেই ঠোঁট দেখে চিনে নিন আপনার প্রিয়জনকে? পাতলা ঠোঁট আকর্ষণীয়, স্বাধীন ও আবেদন পূর্ণ। এদের পছন্দ রোমাঞ্চ। এরা বেছে নেন রোমাঞ্চকর জীবন। রোজকার জীবনে চ্যালেঞ্জ নিতে এরা পিছপা হন না। এরা কেয়ারিং পার্টনার পছন্দ করেন। তবে এরা খুব একটা গোছানো প্রকৃতির নন। ভরাট ঠোঁট প্রচণ্ড আকর্ষণীয় ব্যক্তিত্ব। এরা নিজেদের ব্যাপারে অত্যন্ত সজাগ, দৃঢ়চেতা। নিজের জীবন এরা নিজেরা বেছে নেন। তবে এরা একটু ধীর হয়ে থাকেন। ছোট কিন্তু মোটা ঠোঁট প্রকৃতি সম্পর্কে এদের অসীম উত্সাহ। আকর্ষণীয় বটে। যেখানেই যান, মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকেন। ভ্রুর মতো ঠোঁট, স্বাধীন মানসিকতার লোক। বর্তমানে বাঁচেন। ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবেন না। খুব সহজে সমালোচনা করতে পারেন। মোটা ঠোঁট বেশ রহস্য রহস্য ব্যাপার থাকে এদের। ব্যক্তিগত ব্যাপার এরা সন্তর্পণে লুকিয়ে রাখেন বাইরের দুনিয়া থেকে। এদেরকে বোঝা দুষ্কর।