English Version
আপডেট : ১৩ মে, ২০১৬ ১৩:০৭

জুমু’আর দিনে কিছু করণীয় কাজ

অনলাইন ডেস্ক
জুমু’আর দিনে কিছু করণীয় কাজ

 

জুম্মার দিনকে বলা হয় গরীবের হজের দিন। এই দিনে এমন কিছু সময় আছে, যে সময়ে হারাম ছাড়া যে কোন জিনিস প্রার্থনা করলে আল্লাহ তা কবুল করেন। তাই এই দিনকে মুসলিম বিশ্বে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। তাছাড়াও এই দিনের অনেক ফজিলত রয়েছে। চলুন তাহলে জেনেনি। জুম্মার দিনের কিছু করণী কাজ সম্পর্কে

১, ফজরের আগে গোসল করা। ২, ফজরের ফরজ নামাজ়ে সূরা সাজদা [সিজদা] ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা। ৩, উত্তম পোষাক পরিধান করা। ৪, সুগন্ধি লাগানো। ৫, প্রথম ওয়াক্তে মসজিদে যাওয়া। ৬, সূরা কাহফ তিলাওয়াত করা। ৭, মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকা’আত সুন্নত আদায় করা। ৮, ইমামের কাছাকাছি গিয়ে বসা। ৯, মনযোগ দিয়ে খুৎবাহ শোনা। খুৎবাহ চলাকালীন সময়ে কোন ধরনের কোন কথা না বলা; এমনকি কাউকে কথা বলতে দেখলে তাকে কথা বলতে বারণ করাও কথা বলার শামিল। ১০, দুই খুৎবাহর মাঝের সময়ে দু’আ করা। ১১, অন্য সময়ে দু’আ করা। কারণ এদিন দু’আ কবুল হয়। ১৩, রসূলের উপর সারাদিন বেশী বেশী দরূদ পাঠানো।