English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১১:৩৪

সেক্সডলকে দেবতা ভেবে পূজা!

অনলাইন ডেস্ক
সেক্সডলকে দেবতা ভেবে পূজা!
সমুদ্র থেকে উদ্ধার হওয়া সেক্সডলটি

সমুদ্রে ভাসমান অবস্থা থেকে একটি বড় পুতুল উদ্ধার করেছিল ইন্দোনেশিয়ার জেলেরা। দক্ষিণ পূর্ব এশিয়ায় চন্দ্রগ্রহণের পরপরই এটি সমুদ্রে পাওয়া যাওয়ায় জেলেদের গ্রামবাসীরা সেটিকে পরী বা দেবী বলে মনে করে।

মাথায় কাপড় এবং চমৎকার জামাকাপড় পড়িয়ে তারা তাকে বাড়িতে সাজিয়ে রাখে। দেবী হিসাবে সেটিকে সম্মান করতেও শুরু করে।

খবর পেয়ে ইন্দোনেশিয়ান পুলিশ গিয়ে দেখতে পায়, সেটি আসলে একটি সেক্সডল। বড় আকারের পুতুল, যা যৌনকর্মে ব্যবহার করা হয়ে থাকে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের বানজ্ঞাই দ্বীপে এই ঘটনা ঘটেছে।

সেখানে গুজব ছড়িয়ে পড়ে যে, এটি ‘বিদাদারি’ বা দেবী বা পরী। পুলিশের কাছে অনেকে এমনকি দাবিও করেন যে, পুতুলটি যখন উদ্ধার করা হয়, তখন সেটি কাঁদছিল। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত এলাকাগুলোয় অনেকেই অতি প্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করেন।

স্থানীয় পুলিশ প্রধান হেরু প্রামুকার্নো বলেন, এই গ্রামবাসীদের ইন্টারনেট বা ততটা শিক্ষা নেই, তাই তারা জানেও না সেক্সডল কি। সমুদ্রে এতবড় একটি পুতুল পাওয়া তাই তারা সেটিকে দেবী বলে সম্মান করতে শুরু করে। সামাজিক মাধ্যমে সেটির ছবি তুলে দেয়ার পর সেখানেও অনেকেই একই ভুল করেন।খবর:বিবিসি।