English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ০১:৪৪

ঘরে বসেই ঝটপট তৈরি করুন কলার চিপস

অনলাইন ডেস্ক
ঘরে বসেই ঝটপট তৈরি করুন কলার চিপস
কলার চিপস

 

কোথাও ঘুরতে যাচ্ছেন অন্যান্য খাবারের সাথে অব্যশই যে খাবারটি থাকা চাই, তা হল চিপস। মচমচে, কুড়মুড়ে আলুর চিপস। দোকানে গেলে নানা রকম মজাদার চিপসের দেখা পাওয়া যায়। আলুর চিপসের পাশাপাশি আজকাল আরেক ধরণের চিপস দোকানে দেখতে পাওয়া যায় তা হল কাঁচা কলার চিপস। আপনি চাইলে ভিন্ন স্বাদের এই চিপস ঘরে বসেই ঝটপট তৈরি করে নিতে পারেন।

উপকরণ: ৪টি কাঁচা কলা ১ চা চামচ লবণ ১/২ চা চামচ হলুদ গুঁড়ো (ইচ্ছা) গোল মরিচ গুঁড়ো তেল ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন ১। কলা ভাল করে ধুয়ে খোসা ছড়িয়ে নিন। এবার কলাগুলো পানিতে ভিজিয়ে রাখুন। ২। আরেকটি পাত্রে পানি, লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। ৩। সবজি কাটার দিয়ে কাঁচা কলা গোল গোল (চিপসের আকৃতি) করে কেটে পানিতে দিয়ে দিন। ৪। কাটা কাঁচা কলাগুলো ১০ মিনিট হলুদ পানিতে ভিজিয়ে রাখুন। ৫। তারপর পানি থেকে কলার টুকরোগুলো একটি শুকনো কাপড়ে রেখে পানি শুষে নিন। ৬। চুলায় তেল গরম করতে দিন। ৭। তেল গরম হয়ে গেলে এতে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিন। ৮। কলার টুকরোগুলো ৫ থেকে ৬ মিনিট ভাঁজুন। বাদামী রং হয়ে এলে নামিয়ে ফেলুন। ৯। উপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে পরিবেশন করুন মচমচে কুড়মুড়ে মজাদার কাঁচা কলার চিপস।