English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১২:৩৫

মাউথওয়াশের অবাক করা ব্যবহার

অনলাইন ডেস্ক
মাউথওয়াশের অবাক করা ব্যবহার

মাউথওয়াশ শুধুমাত্র মুখ পরিচ্ছন্নতার কাজই করে না এর রয়েছে নানা বিধ ব্যবহার। মাউথওয়াশে অ্যালকোহল জাতীয় উপাদান থাকে, সেগুলি দৈনন্দিন বিভিন্ন কাজে লাগে। দেখে নিন মাউথওয়াশ আর কী কী কেরামতি দেখাতে পারে।

# চুল ধোয়ার পর এক ভাগ মাউথওয়াশের সঙ্গে চার ভাগ জল মিশিয়ে চুলের গোড়ায় স্প্রে করুন। চুলের খুশকি দূর হবে।

# কাটাছেঁড়ায় কামাল দেখায় মাউথওয়াশ।এক টুকরো তুলোয় কয়েক ফোঁটা মাউথওয়াশ ঢেলে কাটা জায়গায় ঘষে নিন।

# মোজায় দুর্গন্ধ। নো টেনশন। পানির সঙ্গে মাউথওয়াশ মিশিয়ে মোজা ধুয়ে ফেলুন। দুর্গন্ধ উধাও।

# পানির সঙ্গে সামান্য মাউথওয়াশ মিশিয়ে গাছের গায়ে স্প্রে করুন। গাছের গায়ে আর ছত্রাক হবে না।

# চুলকানি সারাতেও মাউথওয়াশ দারুন কাজ করে।

# কমোড ঝকঝকে রাখতে ম্যাজিকের মত কামাল দেখায় মাউথওয়াশ।

# ফুলদানিতে ফুল সাজিয়েছেন। কিন্তু ফুল কিছুতেই তাজা রাখতে পারছেন না। ফুলের গায়ে মাউথওয়াশ স্প্রে করুন। তাজা থাকবে অনেক দিন।

# বগলের ব্যাকটেরিয়া মারতেও মাউথওয়াশ ব্যবহার করুন।