English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১২:০২

চাইলে আপনিও শেয়ার করতে পারেন নগ্ন ছবি!

অনলাইন ডেস্ক
চাইলে আপনিও শেয়ার করতে পারেন নগ্ন ছবি!
ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

ক’দিন আগেই লন্ডনে নগ্ন হয়ে রেস্তোরাঁয় খাওয়ার খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এ বার আপনাকে স্বাগত ‘নেকেড ইন নেচার’ ইনস্টাগ্রাম পেজে।

বিষয়টা ঠিক কী? কোথাও বেড়াতে গিয়ে প্রকৃতির মধ্যে যদি আপনি কোনও নগ্ন ছবি তোলেন তা অনায়াসে শেয়ার করতে পারেন এই পেজে।

কী ভাবে? ছবি তুলে নেকেড ইন নেচার হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন। অথবা পাঠিয়ে দিন কর্তৃপক্ষের কাছে। ইতিমধ্যে পেজটির ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শেয়ার করছেন তাঁদের নগ্ন ছবি। আপনারও সংগ্রহে রয়েছে এমন ছবি? ইচ্ছে হলে তা শেয়ার করতে পারেন।