English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ২০:৩৫

মেয়েদের কাছে আকর্ষণীয় হতে যা করবেন

অনলাইন ডেস্ক
মেয়েদের কাছে আকর্ষণীয় হতে যা করবেন

মেয়ে পটাতে কত কিছুই না করে ছেলেরা। শুধু দেখতে স্মার্টনেস দিয়ে যেকোন নারীর মন জয় করা সম্ভব নয়। তার সাথে স্মার্ট হওয়া প্রয়োজন আপনার হাব-ভাব, কথা বলার স্টাইল, চাল-চলন ইত্যাদি।  আর কে-ই-বা না চায় একজন মেয়ে তাকে দেখে ভালো লাগুক। আজ আপনাদের জন্য রইল মেয়েদের কাছে আকর্ষণীয় হতে কিছু টিপস-

১. রাস্তায় যেতে যেতে হয়তো খুব ভালো লাগল ‘তাঁকে’। বোকা বোকা নয় বুদ্ধিদীপ্ত প্রশ্ন করুন।

২. পছন্দ না হলেও মাঝে মাঝে ধ্যান করুন। এতে মনোসংযোগ বাড়ে। যা শান্ত ও ঝড়ঝড়ে রাখবে আপনাকে।

৩. নিজের বিশ্বাস, সিদ্ধান্ত ও ধারণা গুলোতে আত্মদীপ্ত থাকুন।

৪. সবসময় চেষ্টা করুন হাসিখুশি থাকতে। বাচ্চাদের সঙ্গে সময় কাটান মন ভালো থাকবে।

৫. যে কাজই করুন না কেন উৎসাহ নিয়ে করুন। তাতে কাজটাও যেমন ভালো হবে তেমন সবার মধ্যে আপনার ইম্প্রেশনও হবে ভালো।

৬. কোনও কারণে ‘না’ বলতে হলেও ঘুরিয়ে বলুন। বিশেষত মেয়েদের ‘না’ বলার একশবার ভাবুন।

৭. নিজের পজেটিভ ইমেজ গড়ে তুলুন। আপনার ডেয়ারিং স্বভাব কিন্তু বেশ পছন্দ হতে পারে মেয়েদের।

৮. আগেই বন্ধু হয়ে যান। ‘ইয়ে’ টা পড়ে হবে, আগ বাড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। মেয়েদের পছন্দ হবেই।