English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১১:০৭

মশা তাড়ানোর ঘরোয়া উপায়

নিজস্ব প্রতিবেদক
মশা তাড়ানোর ঘরোয়া উপায়

 

একদিকে প্রচণ্ড তাপদাহ অপর দিকে মশার উৎপাত। নগর জীবনকে বিষিয়ে তুলেছে। তবে তীব্র এই তাপ থেকে মুক্তি না দিতে পারলেও মশার কামড় খাওয়া থেকে সুরক্ষার জন্য কিছু টিপস তো দিতে পারি। চলুন তাহেল মশার হাত থেকে মুক্তি পাওয়া কিছু ঘরোয়া টিপস জেনেনি।

#নিম তেল: গায়ে নিমের তেল মেখে নিন কিছুটা। এতে প্রায় ৮ ঘণ্টা মশা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

#কর্পূর: ঘরের দরজা জানলা বন্ধ করে  কিছুটা কর্পূরে আগুন ধরিয়ে ঘরের ভিতর রেখে দিন। মশা পালাবে।

#তুলসী: জানলার কাছে তুলসি গাছ লাগান। এতে বাড়ির কাছাকাছি মশার জন্ম রোধ হবে।

#রসুন: জলে কয়েক কোয়া রসুন সিদ্ধ করে সেই জলটা ছিটিয়ে দিন ঘরের মধ্যে। মশা আসবে না।

#টি ট্রি অয়েল: ভেপোরাইজারের মাধ্যমে এই তেল চারদিকে ছড়িয়ে দিন। ঘর মশামুক্ত হবে।

#ল্যাভেন্ডার: এতে শুধু যে ঘর সুগন্ধিত হবে তা#ই নয়, মশাও পালাবে।