English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১০:১৮

ঐতিহ্যবাহী পোশাকে বর্ষবরণ

ঐতিহ্যবাহী পোশাকে বর্ষবরণ
মডেল টনী-রাকা বিশ্বাস

জাতিগতভাবেই বাঙালি ঐতিহ্যময় সংস্কৃতি ও কৃষ্টির দেশ, আর বৈশাখ মানেই প্রানবন্ততা, স্বতঃস্ফূর্ততা, উজ্জীবন এবং  পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসব এটি। দিন দিন উৎসবটির সার্বজনীনতা বা ব্যাপকতা যেন বাড়ছে। পহেলা বৈশাখের নানা অনুষঙ্গের মধ্যে একটি হচ্ছে নতুন পোশাক কেনা। এ নতুন পোশাক বলতে এখন কেবল শাড়ি আর পাঞ্জাবি বোঝাচ্ছে না।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। বাঙালির প্রাচুর্যের প্রতীক বৈশাখকে বরণ করতে চারদিকে চলছে মহাপ্রস্তুতি। বৈশাখের উৎসব হয়ে উঠেছে বাঙালির ঐক্যের উৎসব। পয়লা বৈশাখে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, তার বড় অনুষঙ্গ নতুন পোশাক। কেমন ভাবে সাজাব নিজেকে—বৈশাখের প্রথম দিনটিতে সবার এ নিয়ে আগাম প্রস্তুতি থাকে। জাতিগতভাবেই বাঙালি ঐতিহ্যময় সংস্কৃতি ও কৃষ্টির দেশ, আর বৈশাখ মানেই প্রানবন্ততা, স্বতঃস্ফূর্ততা, উজ্জীবন এবং তারুণ্য। এই উজ্জীবিত তারুণ্যে উৎসাহিত হয়েই ঐতিহ্যের আবহে ওয়েডিং স্টোরি করেছে তাদের নিজস্ব কিছু ফ্যাশন ডিজাইন।

এ প্রসঙ্গে ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইনার এবং উইন্ডো ম্যাগাজিনের সম্পাদক নূরুল হক নূর বলেন, ভারতীয় ইপমহাদেশে সম্রাট আকবরের সময় থেকে পহেলা বৈশাখ শুরু হয়ে আসলেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই এর উদযাপনে একটা আধুনিকত্য চলে আসে।বাঙ্গালি জাতির ঐতিহ্যের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা মিল রয়েছে তার সাথে মিল রেখেই পোশাকের ডিজাইন করা হয়েছে। জমিদারি সাজে পোশাকের ধরন ও স্টাইল বিবেচনা করে আমি এবার ফ্যাশনে স্পেশাল ডিজাইন দিয়েছি।

ওয়েডিং স্টোরির এবারের আয়োজনে মডেল হয়েছেন রাকা বিশ্বাস, রানি আহাদ, হাফিজ ইমরান টনি, বারশান শাহা, রাহাদ খাঁন, পলাশ বেগসসহ অনেকে।ডিজাইন ও স্টাইলে ছিলেন নূরুল হক নূর, ফটোগ্রাফার ছিলেন অপূর্ব আব্দুল লতিফ এবং মেকাপে ছিলেন মনির হোসেন।