English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১১:২৩

মোদির অজানা খবর ফাঁস?

অনলাইন ডেস্ক
মোদির অজানা খবর ফাঁস?

ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি বিদেশ সফর লেগেই রয়েছে৷ তিনি যে বিমানে বসেও কাজ করেন, তা আগেই জানা গিয়েছিল৷ এবার তাঁর সম্পর্কে আরও একটা মজার তথ্য পাওয়া গেল, যে বিদেশে যাওয়ার সময় বিমানের লম্বা সফরে নিজের সিটেই খানিকক্ষণ ঘুমিয়ে নেন মোদি৷

কারণ হিসেবে মোদির ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্যরা জানান, যাতে গন্তব্যে পৌঁছেই তরতাজা হয়ে কাজে নেমে পড়তে পারেন প্রধানমন্ত্রী৷ হোটেলে গিয়ে বিশ্রাম নেওয়ার সময়টাও বাঁচাতে পারেন মোদি৷

গত ৩০ মার্চ মোদি বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সফরে গিয়েছিলেন। গোটা সফরে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে তিন রাত কাটাতে হয়েছে তাকে৷ দিল্লি থেকে ব্রাসেলস, ব্রাসেলস থেকে ওয়াশিংটন এবং তারপর রিয়াদ৷

প্রধানমন্ত্রীর সফর মোটেই ছোট ছিল না৷ মোদি ঘনিষ্ঠ এক আমলা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিমানেই বিশ্রাম নেন বলে মাত্র ৯৭ ঘন্টায় তিনি আমেরিকা-সহ তিনটি দেশে সফর শেষ করতে পেরেছেন৷ প্রতিটি দেশে নেমে পরবর্তী সফরের জন্য বিশ্রাম নিলে ছ'দিনের আগে তিনটি দেশের সফর শেষ হত না৷