English Version
আপডেট : ১ এপ্রিল, ২০১৬ ১২:১১

জুম্মা বারের ফজিলত

অনলাইন ডেস্ক
জুম্মা বারের ফজিলত

হাদীস শরীফে আছে জুম্মাবার মুসলমানদের জন্য ঈদের দিন। জুম্মাবারকে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু অনেকে হয়তো জানেনা কেন এ দিনটি এতো ফজিলতপূর্ণ। তাহলে চলুন জেনেনি জুন্মার বারের ফজিলত সম্পর্কে কিছু কথা। জুম্মাবার ৪টি বিশেষ কারণে ফজিলত মণ্ডিত।

১) মানব জাতির আদি পিতা হযরত আদম (আঃ) এদিনে পৃথিবীতে আগমন করেন আবার এই দিনেই বিদায় নেনে।

২) মহান আল্লাহ রাব্বুল আলামিন এইদিনে পৃথিবী সৃষ্টি করেন আবার এই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

৩) এ দিনে কোন মুসলমান মৃত্যুবরণ করলে তার কবরের আজাব মাফ হয়ে যাবে।

৪) জুম্মা নামাজের সময় প্রত্যেক মুসলমানদের একটি নেক দোয়া কবুল হয়।তাই জুম্মাবারকে বিশেষগুরুত্ব দেয়া প্রত্যেক মুসলমানেরই উচিত।